আর পাওয়া যাবে না বকেয়া ডিএ! বেতন বৃদ্ধির মধ্যেই মাথায় হাত সরকারি কর্মীদের
- FB
- TW
- Linkdin
অষ্টম বেতন কমিশন গঠিত হওয়ার পর কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন যেমন বাড়ছে তেমনই অন্য আশঙ্কাও রয়েছে
অষ্টম বেতন কমিশন গঠনের ক্ষেত্রে সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়তে চলেছে। কিন্তু একইসঙ্গে অন্য আশঙ্কাও তৈরি হয়েছে।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতা আর পাওয়া যাবে না বলে আশঙ্কা তৈরি হয়েছে
কেন্দ্রীয় সরকারি কর্মীদের তিন দফার মহার্ঘভাতা বকেয়া। সেই অর্থ আর পাওয়া যাবে না বলে আশঙ্কা তৈরি হয়েছে।
করোনাভাইরাস অতিমারীর সময় আপৎকালীন ভিত্তিতে ডিএ বন্ধ রেখেছিল কেন্দ্রীয় সরকার
করোনাভাইরাস অতিমারীর সময় জরুরি ভিত্তিতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বন্ধ রাখা হয়েছিল। সেই বকেয়া ডিএ আর দেওয়া হবে না বলে আশঙ্কা তৈরি হয়েছে।
করোনাভাইরাস অতিমারীর সময় কেন্দ্রীয় সরকারি কর্মীদের ১৮ মাসের ডিএ বন্ধ রাখা হয়েছিল
২০২০ ও ২০২০ সালে ১৮ মাসের জন্য মহার্ঘভাতা পাননি কেন্দ্রীয় সরকারি কর্মীরা। সেই বকেয়া মহার্ঘভাতা এখনও পাননি কেন্দ্রীয় সরকারি কর্মীরা।
করোনাভাইরাস অতিরারীর পর পরিস্থিতি স্বাভাবিক হলেও বকেয়া মহার্ঘভাতা পাননি কেন্দ্রীয় সরকারি কর্মীরা
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, করোনাভাইরাস অতিমারীর পর পরিস্থিতি স্বাভাবিক হলে ১৮ মাসের বকেয়া মহার্ঘভাতা দেওয়া হবে। কিন্তু সে বিষয়ে এখন আর কিছু বলা হচ্ছে না।
কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বকেয়া মহার্ঘভাতা নিয়ে ইতিবাচক সাড়া পাননি কর্মীরা
গত বছর বকেয়া ডিএ ও ডিআর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠান ন্যাশনাল কাউন্সিল (এমপ্লোয়িজ সাইড) জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির সচিব গোপাল মিশ্র। কিন্তু তারপরেও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি।
তিন কিস্তির বকেয়া মহার্ঘভাতা নিয়ে আশা ছেড়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা
কেন্দ্রীয় সরকার কোনও সাড়া না দেওয়ায় কর্মীরা ধরে নিয়েছেন, তিন দফার বকেয়া মহার্ঘভাতা আর পাওয়া যাবে না।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৩ দফার ডিএ দেওয়া না হলে বিপুল অর্থ বেঁচে যাবে
তিন কিস্তিতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা দিতে হলে ৩০ হাজার কোটি টাকা খরচ হত। বকেয়া মহার্ঘভাতা দিতে না হলে কেন্দ্রীয় সরকারের এই টাকা বেঁচে যাবে।
২০২৬ সালের মধ্যেই অষ্টম পে কমিশন গঠন করা হবে, জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
আগামী বছরের মধ্যেই অষ্টম বেতন কমিশন গঠন করা হচ্ছে। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বাড়তে চলেছে।
অষ্টম বেতন কমিশনের ফলে কেন্দ্রীয় সরকারের বাড়তি ৩০ হাজার কোটি টাকা খরচ হবে
অষ্টম বেতন কমিশন গঠিত হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বর্ধিত বেতন দেওয়ার জন্য কোষাগার থেকে বাড়তি ৩০-৩২ হাজার টাকা দিতে হবে।