06:47 PM (IST) Jan 29
ফিরে গেলেন রাষ্ট্রপতি

অনুষ্ঠান শেষে দেহরক্ষী বাহিনী নিয়ে রাষ্ট্রপতি ভবনে ফিরে গেলেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ। 

06:46 PM (IST) Jan 29
শেষ বিজয় চকের অনুষ্ঠান

ড্রোন শো শেষ। হল জাতীয় সঙ্গীত। শেষ হল বিজয় চকের অনুষ্ঠান। সমাপ্তি ঘটল ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের।

06:30 PM (IST) Jan 29
শুরু হল ড্রোন শো

শুরু হল দেশীয় সংস্থা বটল্যান্ডের তৈরি ১০০০ ড্রোনের অভিনব শো।

06:19 PM (IST) Jan 29
আর্মির ব্যান্ড বাজালো কেরালা

আর্মি মিলিটারি ব্যান্ড বাজালো 'কেরালা'।

06:16 PM (IST) Jan 29
সারে জাঁহা সে আচ্ছার সুরে ফিরে চলল ব্যান্ড

রাষ্ট্রপতির কাছে ব্যান্ড নিয়ে ফিরে যাওয়ার অনুমতি চাইলেন ব্যান্ড মাস্টার। রাষ্ট্রপতি অনুমতি দিলে পরে, সারে জাঁহা সে আচ্ছার সুরে ফিরে চলল সকল বাহিনীর ব্যান্ড।

06:16 PM (IST) Jan 29
নামিয়ে নেওয়া হল জাতীয় পতাকা

বিউগলের সুরে সুরে নামিয়ে আনা হল জাতীয় পতাকা। সমাপ্ত হল বিটিং রিট্রিট-এর অনুষ্ঠান।  

06:12 PM (IST) Jan 29
অ্যায় মেরে বতন কে লোগো

সকল ব্যান্ড একসঙ্গে বাজালো 'অ্যায় মেরে বতন কে লোগো'।

06:08 PM (IST) Jan 29
গায়ে কাঁটা দেওয়া 'যশস্বী'

বিজয় চকে 'বিটিং দ্য রিট্রিট' অনুষ্ঠানে নৌবাহিনীর ব্যান্ড বাজালো গায়ে কাঁটা দেওযা 'যশস্বী' 

06:07 PM (IST) Jan 29
বায়ুসেনার ব্যান্ডের 'লড়াকু'

বায়ুসেনার ব্যান্ড বাজালো 'লড়াকু - দ্য ফাইটার'এর সুর

06:05 PM (IST) Jan 29
হাথোরি

সিএপিএফ বাজালো 'হাথোরি'র সুর

06:04 PM (IST) Jan 29
পাইও ও ড্রামে হেয় কাঞ্ছা

পাইও ও ড্রাম ব্যান্ড বাজালো বিখ্য়াত হেয় কাঞ্চার সুর -

06:03 PM (IST) Jan 29
রাষ্ট্রপতি ভবন ছাড়ার ছবি

রাষ্ট্রপতি ভবন ছেড়ে বিজয় চকে আসার মুহূর্তে রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ।

05:54 PM (IST) Jan 29
বিটিং রিট্রিট হয় ব্রিটেন, কানাডা, আমেরিকাতেও

ব্রিটেন, কানাডা, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশেই বিটিং রিট্রিটের ঐতিহ্য পালিত হয়ে থাকে। ১৯৫০ সালে ভারতে প্রথমবার বিটিং রিট্রিট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দুটি প্রোগ্রাম ছিল - প্রথম কর্মসূচি ছিল দিল্লির রিগাল ময়দানের সামনে এবং দ্বিতীয়টি লাল কেল্লায়। ভারতে প্রজাতন্ত্র দিবসের শেষে সেনা, নৌসেনা, বায়ুসেনা, কেন্দ্রীয় পুলিশ বাহিনীর সদস্যরা শিবির গুটিয়ে ঘাঁটিতে ফিরে যাওয়াকে চিহ্নিত করতে এই অনুষ্ঠান করা হয়। 

05:51 PM (IST) Jan 29
এবার নৌসেনা

এবার পারফর্ম করা শুরু করল নৌসেনার ব্যান্ড।

05:45 PM (IST) Jan 29
বিউগলের সুরে একলা চলো রে

বায়ুসেনার বাজনায় বিউগলের সুরে বেজে উঠল 'যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে'।

05:44 PM (IST) Jan 29
বায়ুসেনার স্বদেশী

বায়ুসেনার ব্যান্ড বাজালো 'স্বদেশী'র সুর। মোট ১০০০ জন মিলে মোট ২৬টি সুর বাজাচ্ছেন।

05:42 PM (IST) Jan 29
মূলমঞ্চে সামরিক প্রধানরা

এদিনের অনুষ্ঠানের মূল মঞ্চে কিন্তু নেই প্রধানমন্ত্রী মোদী। আছেন তিন বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ। তাঁর পাশে বসে আছেন তিন বাহিনীর তিন প্রধান।

05:41 PM (IST) Jan 29
৩০০ বছরের পুরোনো ঐতিহ্য

'বিটিং দ্য রিট্রিট'-এর একটি শতাব্দী প্রাচীন ঐতিহ্য। ১৭ শতাব্দীতে ইংল্যান্ডে এর সূচনা হয়েছিল বলে জানা যায়। সেই সময় দিনের যুদ্ধ শেষ হওয়ার পর সন্ধ্যায়, রাজা দ্বিতীয় জেমস তাঁর সৈন্যদের ড্রাম বাজাতে, পতাকা তুলতে এবং প্যারেড করতে নির্দেশ দিয়েছিলেন। সেই থেকেই এই অনুষ্ঠানের সূচনা।

05:35 PM (IST) Jan 29
শুরুতেই 'বীর সৈনিক'

শুরুতেই 'বীর সৈনিক' সুর বাজালো ম্যাসড ব্যান্ড। তারপর বাজাল সিএপিএফ-এর পাইপস অ্যান্ড ড্রামস ব্যান্ড।

05:34 PM (IST) Jan 29
ব্যান্ড মাস্টার কমান্ডার চার্লস ডি'ক্রুজ

এদিনের অনুষ্ঠানের মুখ্য পরিতালক অর্থাৎ ব্যান্ড মাস্টার হলেন কমান্ডার চার্লস ডি'ক্রুজ।