সংক্ষিপ্ত
প্রচারের আলো থেকে দূরে থাকতে ভালোবাসতেন।
নীরবে কাজ করে যেতেই পছন্দ করতেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। তাই তাঁর করা বেশ কিছু কাজ ইতিহাসে লেখা থাকবে।
মনমোহন সিংহের সেরা ১৫টি কাজকে ফিরে দেখাঃ
১) ১০০ দিনের কাজ: জাতীয় গ্রামীণ রোজগার গ্যারান্টি আইন তাঁর আমলেই চালু হয়েছিল। গত ২০০৫ সালে, মনমোহনের আনা এই আইন আজ গ্রামীণ অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হয়ে দাঁড়িয়েছে।
২) পরমাণু চুক্তি: ২০০৮ সালে বাস্তবায়িত হওয়া ভারত-মার্কিন পরমাণু চুক্তি ভারতবর্ষের শক্তির চাহিদা পূরণ করেছে। সেইসঙ্গে, আমেরিকা এবং পশ্চিমী দুনিয়ার সাথে ভারতের বন্ধুত্বের পথো খুলে দিয়েছে।
৩। তথ্য জানার অধিকার আইন: ২০০৫ সালে পাস হয় ঐতিহাসিক আরটিআই আইন। এই আইনের আওতায় সরকারকে প্রশ্ন করার অধিকার পায় দেশের আমজনতা।
৪) দুই সংখ্যায় আর্থিক বৃদ্ধি: তাঁর আমলেই প্রথমবার দেশের আর্থিক বৃদ্ধি দুই সংখ্যা পেরোতে সক্ষম হয়েছিল। গত ২০০৬-০৭ সালে, দেশের GDP বৃদ্ধির হার ১০.০৮ শতাংশের মাত্রা স্পর্শ করে।
৫) জাতীয় খাদ্য সুরক্ষা আইন: গত ২০১৩ সালের জাতীয় খাদ্য সুরক্ষা আইনের সূচনা করে মনমোহন সরকার। দেশের প্রায় ৮০ কোটি মানুষকে ভর্তুকিপ্রাপ্ত খাদ্যশস্য পৌঁছে দেওয়ার আওতায় আনা হয় সেই স্কিমে। তাছাড়া স্কুলের মিড ডে মিল, ICDS, PDS, সবকিছুই খাদ্য সুরক্ষার আওতায় আসে।
৬) ১ লক্ষ কোটি টাকার অর্থনীতি: ২০০৭ সালে মনমোহন সরকারের আমলেই দেশের অর্থনীতি ১ লক্ষ কোটি ডলারের মাইলফলক স্পর্শ করেছিল। বিশ্বের তাবড় তাবড় দেশের তালিকায় জায়গা করে নেয় ভারত।
৭) দারিদ্র দূরীকরণ: গত ২০০৪ সালে, সমগ্র দেশে দারিদ্রের হার যেখানে ৩৭.২ শতাংশ ছিল, সেখানে ৮ বছর পরে ২০১২ সালে তা ২১.৯ শতাংশে নামিয়ে আনতে তাঁর সরকার মাত্র ৮ বছরেই, ১৫ শতাংশের বেশি দারিদ্রতা কমাতে সক্ষম হন মনমোহন।
৮) প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ: গত ২০১২ সালে, মাল্টি ব্র্যান্ড রিটেলে ৫১ শতাংশ এবং সিঙ্গল ব্র্যান্ড রিটেলে ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে অনুমোদন দেন তিনি।
৯) কৃষি ঋণ মকুব: প্রথম ইউপিএ সরকারের অন্যতম জনমোহিনী সিদ্ধান্ত ছিল, প্রায় ৬০ হাজার কোটি টাকার কৃষিঋণ মকুব করে দেওয়া।
১০) মিড ডে মিলে বিনিয়োগ: ইউপিএ সরকারের আমলে মিড ডে মিল প্রকল্পকে পুরোপুরি নতুন করে ঢেলে সাজানো হয়। প্রথমবার দেশের সব সরকারি স্কুলে চালু করা হয় এই স্কিম। সেইজন্য প্রচুর টাকা বিনিয়োগ করে কেন্দ্র।
১১) স্পেশ্যাল ইকোনমিক জোন এবং পরিকাঠামো: দেশের বিভিন্ন প্রান্তে স্পেশ্যাল ইকনোমিক জোন গড়ে তুলে বিনিয়োগের পথ সুগম করে তারা। ১২) আধার কার্ড: যে আধার কার্ড আজকাল প্রায় সমস্ত সরকারি প্রকল্পেই বাধ্যতামূলক, সেটা শুরু হয় মনমোহন সরকারের আমল থেকেই। গত ২০০৯ সালের ২৮ জানুয়ারি ভারতীয়দের অভিন্ন পরিচয়পত্র তৈরির লক্ষ্য নিয়েই আধার কার্ডের সূচনা হয়।
১৩) মহকাশ গবেষণা: তাঁর আমলেই মহাকাশ গবেষণা এক নতুন দিশা পায়। ২০০৮ সালে দেশের প্রথম চন্দ্রযানের উৎক্ষেপণ সম্পন্ন হয়। ২০১৩ সালে মঙ্গলযানের উৎক্ষেপণও হয় সেই মনমোহন সরকারের আমলেই।
১৪) পোলিওমুক্ত ভারত: মনমোহন সিংহ সরকারের (Manmohan Singh) আমলে ২০১২ সালের ২৪ ফেব্রুয়ারি, ভারতকে পোলিওমুক্ত ঘোষণা করে দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘WHO’।
১৫) লোকপাল আইন: দুর্নীতির অভিযোগে বিদ্ধ সরকারকে শুদ্ধ করতে গিয়ে ২০১৩ সালে লোকপাল আইন তৈরি করেন মনমোহন সিংহ। ক্ষমতাসীন নেতা-কর্মীদের বিরুদ্ধে তদন্ত করার জন্য জন-লোকপাল প্রতিষ্ঠা করা হয় তাঁর আমলে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।