সংক্ষিপ্ত

সিবিএসই দশম শ্রেণীর ফল প্রকাশিত। ফল ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ।

সিবিএসই দশম শ্রেণীর (CBSE 10th Result) ফল প্রকাশিত। ফল ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (Central Board of Secondary Education)। ফলাফল জানা যাবে cbseresults.nic.in এবং cbse.gov.in এই দুটি ওয়েবসাইট থেকে। এছাড়াও সিবিএসই-র অফিশিয়াল টুইটার হ্যান্ডেলেও (@CBSEHQ) জানা যাবে ফল। এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। মেসেজের মাধ্যমে ফল জানতে হলে সিবিএসই১০ টাইপ করতে হবে। এরপর রোল নম্বর, স্কুল, সেন্টার উল্লেখ করতে হবে। পাঠিয়ে দিতে হবে ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে। 

সিবিএসই দশম শ্রেণীর ফল জানা যাবে আরও বেশ কয়েকটি লিংকে ক্লিক করে। 

CBSE Class 10 Result Link 1

২.  CBSE Class 10 Result Link 2

৩. CBSE Class 10 Result Link 3

এই লিংকগুলিতে ক্লিক করলেই সিবিএসই রেজাল্ট নামের একটি পেজ খুলে যাবে। সেখানে ছাত্রছাত্রীরা নিজের রোল নম্বর, স্কুল নম্বর ও জন্মতারিখ উল্লেখ করলেই ফল জানা যাবে।