সংক্ষিপ্ত
Manipur Clash: রাষ্ট্রপতির শাসন জারির পরও মণিপুরে থামছে না অশান্তি (Manipur Violence)। এই আবহে উত্তর পূর্বের এই রাজ্যে আরও ছয় মাস আফস্পার মেয়াদ বাড়ালো কেন্দ্রীয় সরকার। জানুন আরও…
Manipur Clash: রাষ্ট্রপতির শাসন জারির পরও মণিপুরে থামছে না অশান্তি (Manipur Violence)। এই আবহে উত্তর পূর্বের এই রাজ্যে আরও ছয় মাস আফস্পার মেয়াদ বাড়ালো কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা (AFSPA) আফস্পা আগামী ছয় মাসের জন্য গোটা মণিপুরেই জারি থাকবে। শুধু তাই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে উত্তর পূর্বের আরও দুই রাজ্য অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডেও আফস্পা জারি করা হয়েছে।
এই বিষয়ে নোটিস জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, অরুণাচল প্রদেশের তিরপ, চাংলাং এবং লংডিং জেলা এবং রাজ্যের তিনটি থানা এলাকায় আরও ৬ মাসের জন্য 'আফস্পা' (AFSPA) এর মেয়াদ বাড়ানো হয়েছে। এদিকে মণিপুর এখনও অশান্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। বিধানসভা স্থগিত রাখা হয়। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করার কয়েকদিন পর এই সিদ্ধান্ত নেওয়া হয়, যার ফলে রাজ্যে রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এদিকে অশান্ত মণিপুরের আইনশৃঙ্খলার উন্নতিতে কেন্দ্রের তরফে পদক্ষেপ নেওয়া হলেও তারপরও অশান্তি থামেনি এই রাজ্যে। এই অবস্থায় ফের মণিপুরে মেয়াদ বৃদ্ধি পেল সেনার বিশেষ ক্ষমতার।
জানা গিয়েছে, ১৯৮০-এর দশকের গোড়ার দিক থেকে মণিপুরে 'আফস্পা' (AFSPA) কার্যকর রয়েছে। এটি "অশান্ত এলাকায়" শৃঙ্খলা বজায় রাখার জন্য বাহিনীকে বিশেষ ক্ষমতা প্রদান করে। এই আইন বাহিনীকে ব্যাপক ক্ষমতা দেওয়ার জন্য বহু সমালোচনারও মুখে পড়েছে। তারপরেও মণিপুরে শান্তি ফেরাতে আফস্পাতেই ভরসা রেখেছে কেন্দ্র।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, শনিবার মণিপুরের পার্বত্য ও উপত্যকা জেলার সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করে। বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে সেনা। এই বিষয়ে ইম্ফল পুলিশের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, অভিযানের সময়, চূড়াচাঁদপুর জেলার চূড়াচাঁদপুর থানার থাংজিং পাহাড়ের জঙ্গল থেকে একটি দেশি রাইফেল, একটি বোল্ট অ্যাকশন রাইফেল, একটি .২২ পিস্তল, একটি দেশি মর্টার, একটি দেশি মর্টার, একটি দেশি মর্টার, একটি হ্যান্ড গ্রেনেড, একটি হেলমেট, একটি ওয়্যারলেস সেট, একটি ওয়্যারলেস সেট চার্জার, একটি এইচ.ই. বোমা, দশটি ৫.৫৬ মিমি লাইভ রাউন্ড, বারোটি ৭.৬২x৩৯ খালি খোল, চারটি ৭.৬২x৪৫ মিমি খালি খোল এবং ৫০০ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে মণিপুরে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন এন বীরেন সিং (N Biren Singh)। ২০২৩ সালের মে মাস থেকে শুরু হওয়া প্রায় ২১ মাসের কুকি ও মেতিদের জাতিগত সংঘর্ষে প্রাণ হারান ২৫০ জনেরও বেশি মানুষ। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হন তৎকালীন মুখ্যমন্ত্রী এন বীরেম সিং। এরপরই বিরোধী রাজনৈতিক চাপের মুখে পড়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তিনি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে