সংক্ষিপ্ত
মধ্যপ্রদেশের জাতীয় উদ্যানে চার চিতা শাবকের জন্ম। মোদীর জন্মদিনে নামিবিয়া থেকে আনা হয়েছিল শাবকদের মাকে।
মধ্যপ্রদেশের কুনো ন্যাশানালপার্কের নতুন অতিথি। এখনও দুধের শিশু। ভাল করে হয়তো চোখ মেলেও তাকাতে পারছে না। গুটিসুটি মেরে বসে রয়েছে। এরা হচ্ছে গত বছর নামিবিয়া থেকে আনা একটি একটি চিতার শাবক। এই ঘটনায় রীতিমত উত্তজিতে দেশের বন্যপ্রাণী প্রেমিরা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন। কেন্দ্রের আরও একাধিক মন্ত্রী শোস্যাল মিডিয়ায় বার্তা দিয়ে চিতা শাবকের জন্মের দিয়েছিলেন।
কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডব্য সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে বলেছেন, 'পৃথিবীতে স্বাগতম!গত বছর ভারতে স্থানান্তরিত চিতাগুলির মধ্যে একটি, মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে চারটি শাবকের জন্ম দিয়েছে। কি একটি আরাধ্য দৃশ্য!'
গত বছর ১৭ নভেম্বর নামিবিয়া থেকে আনা হয়েছিল চিতাগুলি। রাখা হয়েছিল মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে। চিতাগুলির মধ্যে আটটি মহিলা ছিল। জাতীয় উদ্যানে শাসা নামের একটি নামিবিয়ান চিতা কিডনিতে সংক্রমণের কারণে মারা গিয়েছিল। যার কারণে কিছুটা হলেও ধাক্কা খেয়েছিল প্রজেক্ট চিতা। যদিও এই ঘটনার দুই দিন পরেই চার চিতা শাবকের জন্মের খবর প্রকাশ্যে আসে। যদিও চিতার মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিচারপতি বিআর গাভাই ও বিক্রিম নাথের একটি বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে চিতাগুলির যত্ন ও পরিচর্যার জন্য একটি বিশেষজ্ঞদের নিয়ে টাস্কফোর্স গঠনের ব্যবস্থা করতে বলেছে। পাশাপাশি রিপোর্ট পেশ করারও নির্দেশ দিয়েছে।
আটটি নামিবিয়ান চিতার মধ্যে একটি পুরুষ ও মহিলা চিতা বনে দেওয়া হয়েছিল। যদিও তার আগে দীর্ঘদিন চিতাগুলিকে ভারতের আবহাওয়ার সঙ্গে খাপখাইয়ে নেওয়ার জন্য যত্মআত্তি ও পরিচর্যার মধ্যে রাখা হয়েছিল। শাসা ব্যাতীয় বাকি চিতাগুলিকে একটি ৬ বর্গ কিলোমিটার এলাকার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছিল। সেখানেই চিতাগুলি শিকার ধরছিল। চিতাগুলিকে বনের মধ্যে বন্য অবস্থায় ছেড়ে দেওয়ার তাদের সঙ্গমের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। তাতেই প্রথম দফক্ষেপে সফল ভারতের বনকর্তারা। চিতাহুলিকে যেদিন জঙ্গলে ছাড়া হয় সেদিন উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
১৯৪৭ সালে এই দেশের শেষ চিতাটিও শিকার করা হয়েছিল ছত্তিশগড়ে। তারপর এই প্রথম প্রায় ৭০ বছর পরে ভারতের মাটিতে জন্ম নিল ৪টি চিতা শারব। ১৯৫২ সালে চিতা অবলুপ্ত হয়েছে এই দেশে। ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। তারপর চিতার নতুন ভাবে এই দেশের বন্যপ্রাণীর অঙ্গ করতে নামিবিয়া থেকে আনা হয়েছিল চিতা।
আরও পড়ুনঃ
সম্প্রিতীর ছবি উপত্যতায়- পাক অধিকৃত কাশ্মীরের টিটওয়াল গ্রামে শারদার মন্দির, উদ্বোধনে মুসলিম সরপঞ্চ
আতিকের মত দুর্নীতিগ্রস্তরাই কি মুসলিম সমাজের মুখ? প্রচারের অন্তরালে বিশিষ্ট সংখ্যালঘু রাজনীতিবিদরা
'আইনি জট কাটিয়ে দ্রুত সংসদে ফিরবেন রাহুল গান্ধী', আশাবাদী কংগ্রেস নেতা