সংক্ষিপ্ত
- ছেলেধরা সন্দেহে মারধরের ঘটনা প্রায়শই প্রকাশ্যে আসে
- অনেক নিরপরাধ মানুষও ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হন
- এবারও প্রকাশ্যে এল এমনই ঘটনা
- ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হলেন দু'জন কংগ্রেস নেতা-সহ একজন
ছেলেধরা সন্দেহে মারধরের ঘটনা প্রায়শই প্রকাশ্যে আসে। অনেক সময়ে অনেক নিরপরাধ মানুষও ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হন। এবারও এমনই গণপিটুনির শিকার হলেন দু'জন কংগ্রেস নেতা-সহ একজন। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে।
বৃহস্পতিবার রাতে মধ্যপ্রদেশের বেতুলে ঘটেছে এমনই চাঞ্চল্যকর ঘটনা। সূত্রের খবর, এদিন ছেলেধরা সন্দেহে তিনজন ব্য়ক্তিকে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা। আরও জানা গিয়েছে যে, সেখানে বেশ কয়েকদিন ধরে ছেলেধরার মতো ঘটনা ঘটছিল। সেই নিয়ে গ্রামবাসীরা আগে থেকেই একটু ভীতসন্ত্রস্ত ছিলেন।
তদন্তকারী অফিসার এএসপি রামস্নেহী মিশ্র জানান, বৃহস্পতিবার রাতে আক্রান্ত তিনজন ব্যক্তি একটি গ্রাম থেকে ফিরছিলেন। রাতের অন্ধকারে অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে দেখে স্বাবাভিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন ওই এলাকাবাসীরা। আর সেই কারণেই উত্তেজিত জনতা তাঁদের মারধর কর বলে অভিযোগ। তারওপর আক্রান্ত ওই তিনজনের মধ্যে দুজন যে কংগ্রেসের নেতা সেবিষয়েও বিন্দু বিসর্গ ধারণা ছিল না তাঁদের। আর সেই কারণেই এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি।
এরপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। পুলিশ গিয়ে কংগ্রেসস নেতাদের উদ্ধার করে। যদিও এই ঘটনার জেরে এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করা হয়নি বলে জানা গিয়েছে।