সংক্ষিপ্ত

  • সোনভদ্রে জমি বিবাদের জেরে প্রাণ হারিয়েছেন ১০জনের
  • তাঁরা সতকলেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ
  • নিহতদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করলেন প্রিয়ঙ্কা গান্ধী
  • কংগ্রেসের পক্ষ থেকে এই ক্ষতিপূরণ দেওয়া হবে

উত্তরপ্রদেশের সোনভদ্রে জমি বিবাদের জেরে প্রাণ হারিয়েছেন ১০জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। এদিন নিহতদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করলেন প্রিয়ঙ্কা গান্ধী। কংগ্রেসের পক্ষ থেকে এই ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান তিনি। 

দিন কয়েক আগে সোনভদ্রে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী। সেবার তাঁকে রাস্তায় আটকে দেয় পুলিশ। সেই নিয়ে কংগ্রেসের তোপের মুখে পড়েছিল যোগী সরকার। এর প্রতিবাদে রাস্তায় বসেই ধর্না দিতে শুরু করেন প্রিয়ঙ্কা এবং তাঁর দলের কর্মীরা। তবে সব জল্পনার পর অবশেষে নিহতদের সঙ্গে দেখা করার সুযোগ পান প্রিয়ঙ্কা। 

 

নিহতদের পরিবারের সঙ্গে দেখা করার পরই মৃতদের পরিবারকে কংগ্রেসের তরফ থেকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেন তিনি। এরপর সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাতকারে প্রিয়ঙ্কা বলেন, নিহতদের পরিবারের সঙ্গে দেখা করাই তাঁর মূল উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্য তাঁর পূরণ হয়েছে বলেও জানান তিনি।