সংক্ষিপ্ত
- দৈনিক করোনা সংক্রমণে ফের নতুন রেকর্ড ভারতের
- তবে দেশে সুস্থতার হার ৫৬ শতাংশ ছাড়িয়েছে
- গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১০,৫০০ জন
- দেশে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭৫ লক্ষের বেশি
দৈনিক করোনা সংক্রমণে ফের সব পুরনো রেকর্ড ভেঙে দিল ভারত। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৯৬৮ জন। ফলে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ৪ লক্ষ ৫৬ হাজার ১৮৩ তে। গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাস প্রাণ কড়েছে ৪৬৫ জনের। ফলে ভারতে এখনও পর্যন্ত কোভিড ১৯ রোগে মৃত্যু হয়েছে ১৪ হাজার ৪৭৬ জনের।
এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় মারণ করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন প্রায় ১০ হাজার পাঁচশো মানুষ। ফলে করোনা যুদ্ধে জয়ীর সংখ্যা বেড়ে হয়েছে ২ লক্ষ ৫৮ হাজার ৬৮৫ জন। ফলে ভারতে সক্রিয় আক্রান্তের সংখ্যা এখন ১ লক্ষ ৮৩ হাজার ২২ জন। স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে ৫৬.৭০ শতাংশ।
আইসিএমআর জানাচ্ছে গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ২ লক্ষ ১৫ হাজার ১৯৫টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। আর সারা দেশে এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৭৫ লক্ষ ছাড়িয়েছে। দেশে মোটা ১ হাজারটি কেন্টে হচ্ছে করোনা পরীক্ষা। এরমধ্যে ৭৩০টি সরকারি ল্যাবের পাশাপশি ২৭০টি বেসরকারি ল্যাবও রয়েছে।
দেশে এখনও পর্যন্ত করোনা সংক্রমণে একনম্বরে রয়েছে মহারাষ্ট্র। মারাঠা রাজ্যে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩৯ হাজার ছাড়িয়ে গিয়েছে। এরপরেই রয়েছে রাজধানী দিল্লি। জাতীয় রাজধানীতে সংক্রমণের শিকার ৬৬ হাজার। তামিলনাড়ুতে আক্রান্ত ৬৪ হাজারের বেশি।
এদিকে মৃতের সংখ্যাতেও দেশের মধ্যে একনম্বর স্থানে রয়েছে মহারাষ্ট্র। রাজ্যটিতে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬,৫৩১ জনের। এরপরেই রয়েছে দিল্লি। জাতীয় রাজধানীতে করোনা প্রাণ কেড়েছে ২,৩০১ জনের। গুজরাতে করোনায় মৃতের সংখ্যা ১,৭১০।
গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৯২ লক্ষ ছাড়িয়েছে। মারণ ভাইরাস প্রাণ কেড়েছে ৪ লক্ষ ৭৬ হাজারেরও বেশি মানুষের। করোনা সংক্রমণে আমেরিকা, ব্রাজিল ও রাশিয়ার পরেই রয়েছে ভারত।