সংক্ষিপ্ত
ভারতে রেকর্ড ভাঙছে করোনাভাইরাস
গত ঘণ্টায় আক্রান্ত ৬৯৭৭
করোনায় মৃতের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে
বিশ্বের ক্রম তালিকায় ১০ নম্বরে ভারত
গত সপ্তাহের শেষ থেকে ক্রমশ ভয়াল রূপ নিয়েছিল করোনাভাইরাসের সংক্রমণ। সপ্তেহের প্রথম দিনে সেই ছবিটা আরও প্রকট হল। সোমবার সমস্ত রেকর্ড ভেঙে তছনছ করে দিল করোনাভাইরাসের সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে দেওয়া তথ্যে জানান হয়েছে,
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৬৯৭৭ জন
গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে
১৫৪ জনের
দেশে করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ১,৩৮,৮৪৫
মৃতের সংখ্যা ৪,০২১
সুস্থ হয়েছেন ৫৭,৭২১
গত চার দিন ধরেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। গত চার দিনেই করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজারের বেশি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে লকডাউনের নিয়ম শিথিল করার জন্যই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। রাজ্যগুলির সঙ্গে কথা বলেই লকডাউন ৪.০-র শুরু থেকেই কিছু কিছু নিয়েছিল কেন্দ্রীয় সরকার। বেশ কিছু জায়গায় শুরুও হয়েছে অর্থিনৈতিক ক্রিয়াকলাপ। সেই কারণেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা হলেও বেড়েগেছে বলে মনে করছে প্রশাসনের একাংশ।
দেশে করোনা আক্রান্তের তালিকায় এখনও পর্যন্ত শীর্ষ স্থানে রয়েছে মহারাষ্ট্র। আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। আক্রান্ত ১৬ হাজারের বেশি। রাজ্যের রাজধানী চেন্নাইতেই আক্রান্তের সংখ্যা ১০ হাজারের বেশি। তৃতীয় স্থানে রয়েছে গুজরাট। আক্রান্তের সংখ্যা ১৪ হাজারের বেশি। চতুর্থ স্থানে রয়েছে দিল্লি।
বিশ্বে করোনা আক্রান্তের দেশগুলির ক্রমতালিকায় ভারতের রয়েছে দশম স্থানে। প্রথমেই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্থানে ব্রাজিল তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। আক্রান্তের তালিকায় ভারত পিছনে ফেলে দিয়েছে চিন ও ইরানকেও। করোনা আক্রান্তের সংখ্যা তীব্র গতিতে বাড়তে থাকায় রীতিমত আশঙ্কা দেখা দিয়েছে। কারণ গত সোমবারে স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্যে আক্রান্তের সংখ্যা ছিল ৫৬১১। সেখানে এই সোমবার আক্রান্তের সংখ্যা আক্রান্তের সংখ্যা এক হাজারেরও বেশি। পরিস্থিতি মোকাবিলায় ভারত সরকার দেশের সমস্ত নাগরিকদের কাছে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করার আবেদন জানিয়েছে।