12:12 PM IST
চিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা
8:43 AM IST
টিকা চেয়েছে ব্রাজিল
সেরামের করোনা-টিকা চেয়েছে ব্রাজিল। দুই মিলিয়ন ডোজের টিকা তারা চেয়েছে ভারতের থেকে। সেরাম থেকে ভ্যাকসিন আনার জন্য সবরকম প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলেও জানিয়েছে ব্রাজিল প্রশাসন।
8:41 AM IST
৫ লক্ষ ডোজ পাবে বলিভিয়া
ভারতের সেরাম ইনস্টিটিটউট থেকে করোনাভাইরাসের টিকার ৫ লক্ষ ডোজ সরবরাহ করা হবে। চুক্তির কথা জানিয়েছে বলিভিয়া প্রশাসন। পাশাপাশি রাশিয়া থেকে দেশটি ৫২ লক্ষ ডোজের স্পুটিনিক ভি টিকা কিনছে বলেও জানিয়েছে।
8:35 AM IST
৩ লক্ষ স্বাস্থ্যকর্মীকে প্রথম করোনা-টিকা
তিন লক্ষ স্বাস্থ্য়কর্মীকে প্রথম করোনা-টিকা দেওয়া হবে। প্রতিকেন্দ্রে প্রতিদিন ১০০ জনকে টিকা দেওয়া হবে। টিকা-কেন্দ্রগুলিতে অযোথা ভিড় না করার আবেদন জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। টিকাকর্মসূচি নিয়ে প্রস্তুতি তুঙ্গে। শনিবার থেকে শুরু হবে টিকাকর্মসূচি।