সংক্ষিপ্ত

Minakshi Mukherjee: এই মুহূর্তে রাজ্যে বামেদের আন্দোলনের অন্যতম মুখ তিনি। সেই মীনাক্ষীকে নিয়েই এবার জল্পনা তুঙ্গে।  

Minakshi Mukherjee: তামিলনাড়ুর মাদুরাইতে চলছে সিপিএম-এর ২৪ তম পার্টি কংগ্রেস। আগেরবার হয়েছিল কেরালার কান্নুরে, এবার মাদুরাইতে। আর সেই পার্টি কংগ্রেসের মঞ্চ থেকেই কি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হবেন বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়? সেই জল্পনাই এখন চলছে।

উল্লেখ্য, গত ২ এপ্রিল থেকে শুরু হয়েছে সিপিএম-এর পার্টি কংগ্রেস। বিভিন্ন রাজ্য থেকে প্রতিনিধিরা রাজনৈতিক এবং সাংগঠনিক বিষয়ের উপর আলোচনা করছেন। তবে এবারের পার্টি কংগ্রেস আগেরগুলির তুলনায় অনেকটাই আলাদা। কারণ, গত বছরই প্রয়াত হয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু সীতারাম ইয়েচুরির মৃত্যুর পর থেকে আপাতত কনভেনার হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন প্রকাশ কারাত। কারণ, বামেদের গঠনতন্ত্র অনুযায়ী, পার্টি কংগ্রেস না হলে নতুন সম্পাদক নির্বাচন করা যায়না।

তাই চলতি এই পার্টি কংগ্রেস (CPIM 24th Party Congress) থেকেই বেছে নেওয়া হবে নতুন নেতৃত্বকে। তিনিই হবেন দলের নতুন সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু কে হবেন? দৌড়ে আছেন এমএ বেবি। একটা সময় তো বঙ্গ সিপিএম-এর সাধারণ সম্পাদক মহম্মদ সেলিমের (MD Salim) নামও শোনা গেছিল। তবে সেই সম্ভাবনা এই মুহূর্তে অনেকটাই কম।

অন্যদিকে, এবার বয়সের ভারে অনেকেই বাদ যাবেন কেন্দ্রীয় কমিটি এবং পলিট ব্যুরো থেকে। এদিকে রবিবার, তথা ৬ এপ্রিল পার্টি কংগ্রেসের শেষ দিন। এদিনই গঠিত হবে নয়া পলিটব্যুরো এবং কেন্দ্রীয় কমিটি। এবার পলিটব্যুরো থেকে বয়সের কারণে মোট ৮ জন সদস্যের বাদ যাওয়ার কথা। বাংলা থেকে বিদায়ী তালিকায় নাম আছে সূর্যকান্ত মিশ্রর। সেই জায়গায় আবার ঠাঁই পেতে পারেন দলের তাত্ত্বিক নেতা শ্রীদীপ ভট্টাচার্য।

ওদিকে আবার সূর্যকান্ত মিশ্র ছাড়াও বয়সজনিত কারণে কেন্দ্রীয় কমিটি থেকে বাদ যাবেন বাংলার রবীন দেব এবং রেখা গোস্বামী। আর তাদের জায়গায় মীনাক্ষী মুখোপাধ্যায় ছাড়াও লড়াইতে রয়েছেন পলাশ দাস, কল্লোল মজুমদার, তাপস সিনহা এবং জামির মোল্লা। কিন্তু ইনসাফ যাত্রা থেকে শুরু করে আরজি কর আন্দোলন এবং বিগত কয়েক বছর ধরে বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee) যেভাবে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন, তাতে অনেকেই মনে করছেন যে, তাঁর পাল্লা অনেকটাই ভারী। 

তাছাড়া বলা চলে, কার্যত বামেদের আন্দোলনের মুখ হয়ে উঠেছেন তিনি। একাধিক আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাড়াও বক্তা হিসেবেও দলের সমর্থক এবং দরদীদের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন যুবনেত্রী মীনাক্ষী। আর সবথেকে বড় বিষয়, দলের একাধিক কমিটিতে এবার শুরু থেকেই নতুন মুখ, মহিলা এবং কমবয়সীদের বাড়তি প্রাধান্য দেওয়া হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়েই, সিপিএম-এর কেন্দ্রীয় কমিটিতে বাংলা থেকে মীনাক্ষীর স্থান পাওয়ার সম্ভাবনা ক্রমশই যেন প্রবল হচ্ছে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।