সংক্ষিপ্ত
- বাঁচুক শিশুরা, আর্তি এইটুকুই
- তাই ফণী আক্রান্ত ওড়িশায় এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল ডিজনি
বাঁচুক শিশুরা আর্তি এইটুকুই। তাই ফণী আক্রান্ত ওড়িশায় এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল ডিজনি। গত ৩ মে ফণীর পনির দাপটে লণ্ডভণ্ড হয়ে যায় ওড়িশা উপকূলের বিস্তীর্ণ এলাকা। ১৯৫ কিলোমিটার বেগে ঝড় কার্যত স্তব্ধ করে দেয় জনজীবনকে। সেই ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি ওড়িশা। মারা গিয়েছেন অন্তত ৬৪ জন। আর্থিক ভাবে ক্ষতি হয়েছে প্রায় ১২ হাজার কোটি টাকার। আপাতত জোরকদমে চলছে মূল স্রোতে ফেরার কাজ। এই আবহেই শিশুদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে হাত বাড়াল ওয়াল্ট ডিজনি।
ডিজনি এবং স্টারের এ দেশের এক কর্মকর্তা জানালে, আমরা গোটা ঘটনায় মর্মাহত। এই ঘটনায় যে সব পরিবার ক্ষতিগ্রস্থ ডিজনি তাদের পাশেই আছে। বিশেষত সেই সব পরিবারের বাচ্চারা এই অর্থ সাহায্যটুকু পেলে ন্যূনতম পুষ্টি পাবে। পাবে নতুন করে লেখাপড়ার প্রেরণাও। আমরা উৎ সাহ যোগাতে পারলে আমাদের উদ্যোগ সফল হবে।
প্রসঙ্গত দুদর্শাগ্রস্থ ভারতীয় শিশুদের পাশে থাকার বিষয়টি ডিজনির নতুন নয়। অতীতেও কেরলের বিধ্বংসী বন্যায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ডিজনি।