সংক্ষিপ্ত
Earthquake News: সম্প্রতি বিভিন্ন দেশে পরপর ভূমিকম্প হচ্ছে। মায়ানমার-থাইল্যান্ডে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরই মধ্যে শুক্রবার নেপালে ফের ভূমিকম্প হল।
Nepal Earthquake News: কয়েকদিন আগেই তীব্র ভূমিকম্পে (Earthquake) বিধ্বস্ত হয়েছে মায়ানমার (Myanmar) ও থাইল্যান্ড (Thailand)। এরই মধ্যে শুক্রবার সন্ধ্যায় কেঁপে উঠল নেপাল (Nepal)। হিমালয়ের পাদদেশে অবস্থিত এই দেশে ফের ভূমিকম্প হল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫। এই ভূমিকম্পে শুধু নেপালের বিস্তীর্ণ অংশই নয়, দিল্লি (Delhi) ও জাতীয় রাজধানী অঞ্চলে (NCR) কম্পন অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে, ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিমি। দিল্লি-এনসিআর-এর পাশাপাশি উত্তরপ্রদেশের গোরক্ষপুর, বিহারের পাটনার মতো অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে। এখন পর্যন্ত ভূমিকম্পের ফলে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে উত্তর ভারতের বাসিন্দারা ভালোই কম্পন অনুভব করেছেন। প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জরুরি পরিষেবা বিভাগকে সতর্ক রাখা হয়েছে।
নেপালে বারবার ভূমিকম্প
শুক্রবার নেপালে যে মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে, তার কয়েকদিন আগেই মায়ানমারে গত ২৮ মার্চ ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। অ্যাসোসিয়েটেড প্রেস (AP) জানিয়েছে, মায়ানমারের সামরিক সরকার জানিয়েছে, ওই দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে ৩,১৪৫ জনে দাঁড়িয়েছে। ৪,৫৮৯ জন আহত হয়েছেন এবং ২২১ জন এখনও নিখোঁজ। মায়ানমারের রাজধানী নেপিদোতে তথ্যমন্ত্রী মাউং মাউং ওহন এই তথ্য জানান। উদ্ধার অভিযান পুরোদমে চলছে। ত্রাণ সংস্থাগুলি আহত ও নিরাশ্রয় হয়ে পড়া ব্যক্তিদের জরুরি চিকিৎসা, খাদ্য ও আশ্রয় দেওয়ার জন্য কাজ করছে। ভূমিকম্পের কারণে সাগাইং অঞ্চল এবং তার বাইরের অঞ্চলগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একের পর এক কম্পন দক্ষিণ এশিয়াজুড়ে ভূমিকম্পের নিরাপত্তা এবং দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
ভূমিকম্প নিয়ে আতঙ্ক
নেপালে ভূমিকম্প হলে সাধারণত ভারতের বিভিন্ন অংশে তার প্রভাব পড়ে। এবারও তার ব্যতিক্রম হল না। বারবার এরকম ভূমিকম্প হতে থাকায় আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এরপর ভারতেও ভূমিকম্প হতে পারে। শক্তিশালী ভূমিকম্প হলে ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।