সংক্ষিপ্ত

  • নির্বাচন কমিশনের শাস্তির মুখে দুই বিজেপি নেতা
  • নির্বাচনের প্রচারে আপত্তিকর মন্তব্যের অভিযোগ
  • শাস্তি পেলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর
  • কমিশনের কোপে বিজেপি সাংসদ পরভেশ বর্মা

নাগরিকত্ব আইনের বিরোধিতা করছেন যাঁরা এবং শাহিনবাগের আন্দোলনকারীদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে নির্বাচন কমিশনের কোপে পড়লেন বিজেপি-র দুই নেতা মন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ও বিজেপি সাংসদ পরভেশ বর্মাকে দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি- র তারকা প্রচারকের তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর দিল্লির বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে নাগরিকত্ব আইনের বিরোধীদের গুলি করে মারার হুমকি দিয়েছিলেন। আর পশ্চিম দিল্লির সংসদ পরভেশ বর্মা দাবি করেছিলেন, শাহিনবাগের আন্দোলনকারীরা এরপর দিল্লিবাসীর অবস্থা কাশ্মীরি পণ্ডিতদের মতো করবে। বাড়ি বাড়ি ঢুকে খুন, ধর্ষণ করবে তারা। শুধু তাই নয়, দিল্লিতে বিজেপি ক্ষমতায় এলে শাহিনবাগের আন্দোলন শেষ করে দেওয়ার হুমকিও দিয়েছিলেন পরভেশ। 
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রচারে গিয়ে আপত্তিকর মন্তব্য করার জন্যই এই দুই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্দেশিকা কার্যকর থাকবে।