সংক্ষিপ্ত

ধর্ষণের অভিযোগ জানিয়েছিলেন। বলেছিলেব কপালে বন্দুক ঠেকিয়ে তুলে নিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। পুলিশ ঘটনার তদন্তে নেমে আসল সত্য জানতে পারে। 
 

গণধর্ষণের মিথ্যা অভিযোগ করে পাঁচ জনকে ফাঁসিয়েছে গাজিয়াবাদের মহিলা। এই অভিযোগ শনিবার পুলিশ ৪০ বছরের মহিলাকে গ্রেফতার করেছে। মহিলার সঙ্গে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। প্রতারণা আর জালিয়াতিতে মহিলাকে সহযোগিতা করার জন্য। 

ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। পুলিশ সূত্রে ৩৬ বছরের এক মহিলা বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছিলেন। তিনি অটোর জন্য দাঁড়িয়ে ছিলেন। কিন্তু সেই সময়ই পাঁচ জন ব্যক্তি তাঁকে বন্দুক দেখিয়ে অপহরণ করেন। তারপর একটি পরিত্যক্ট স্থানে নিয়ে গিয়ে টানা দুই দিন আটকে রাখে। সেখানে মহিলাকে একাধিক বার ধর্ষণ করা হয়েছে। বর্তমানে মহিলা ভর্তি রয়েছে হাসপাতালে। 

মহিলার চিকিৎসা চলছে গুরু তেগবাহাদুর হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মহিলার অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তবে এখনও মহিলার দেহে কোনও অভ্যন্তরীন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মহিলার দেহে যৌন নিপীড়নে চিহ্ন রয়েছে। মহিলার শরীরে একটি 'বিদেশী বস্তু ' পাওয়া  গেছে। 

পুলিশ জানিয়েছে মহিলাকে হাত-পা বাঁধা অবস্থায় দুষ্কৃতীরা ফেলে রেখে গিয়েছিল ।  মহিলা দিল্লির নন্দনগরীর বাসিন্দা। তাঁকে একটি পাটের ব্যাগের মধ্যে ঢোকানো অবস্থায় পাওয়া গিয়েছিল। নির্যাতিতার হাত ও পাঁ বাঁধা ছিল। মহিলার গোপনাঙ্গে একটি লোহার রড ঝোকানো ছিল। তেমনই দাবি করেছে দিল্লির মহিলা কমিশন। 

গাজিয়াবাদ পুলিশ আধিকারিক নিপুন আগরওয়াল জানিয়েছেন নন্দগ্রাম থানা ১১২ ইমার্জেন্সি হেল্পলাইনে গত ১৮ অক্টোবর ভোর রাত ৩টে ৩০ মিনিট নাগাদ একটি ফোন কল পেয়েছিল।  ফোনে বলা হয়েছিল আশ্রম রোডে এক মহিলা পড়ে রয়েছে। পুলিশ দ্রুত মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 

পুলিশ আরও জানিয়েছে, মহিলা তাঁর বয়ানে বলেছিল, ঘটনার আগের দিনই ভাইয়ের জন্মদিনের পার্টিতে গুরুগ্রাম গিয়েছিল। সেখানে সেখান থেকেই তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে,দুষ্কৃতীরা তাঁর ভাইকে ঠেলে ফেলে দিয়ে মহিলাকে তুলে নিয়ে যায়। প্রথমে মহিলা জানিয়েছিলে দুই জন ধর্ষণ করেছিল। কিন্তু পরে মহিলা বয়ান পরিবর্তন করে বলেন পাঁচ জন ছিল। পুলিশ সূত্রের খবর আক্রান্ত আর অভিযুক্তের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ ছিল। তবে পুরো বিষয়টি বর্তমানে খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার তদন্ত করতে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠায় জাতীয় মহিলা কমিশন। তদন্ত শুরু করে পুলিশ। তবে শেষ রক্ষা হয়নি। মহিলা নিজের পাতা ফাঁদেই জড়িয়ে পড়েন। 

সাপের কপালে চুমু! কিং কোবরাকে আদরের রুদ্ধশ্বাস ভিডিওটি দেখুন

মহিলাকে ঝোপের আড়ালে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ ১০ জনের বিরুদ্ধে, আক্রান্ত প্রেমিকও

ধনতেরাসে কেন সোনা কিনবেন? জানুন এই ধারনার পিছনে লুকিয়ে থাকা পৌরানিক গল্প