সংক্ষিপ্ত
গোয়া বিধানসভা নির্বাচনে এবার সবচেয়ে বেশি চর্চায় তৃণমূল কংগ্রেস। পোস্টাল ব্যালটের গণনা শুরু হতেই প্রাথমিক ট্রেন্ডে দেখা গিয়েছে তৃণমূল-এমজিপি জোট চারটি আসনে এগিয়ে গোয়ায়। এহেন পরিস্থিতি তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ।
গোয়া বিধানসভা নির্বাচনে (Goa Elections 2022) এবার সবচেয়ে বেশি চর্চায় তৃণমূল কংগ্রেস। পাল্লা ভারি হোক কিংবা না হোক, গোয়ায় একাধিক কারণে চলতি নির্বাচনে ঘাসফুল শিবির নিয়ে বিতর্ক হয়েছে। এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই হাড্ডাহাড্ডি লড়াই বিজেপি এবং তৃণমূলের মধ্য়ে। পোস্টাল ব্যালটের গণনা শুরু হতেই প্রাথমিক ট্রেন্ডে দেখা গিয়েছে তৃণমূল-এমজিপি জোট চারটি আসনে এগিয়ে গোয়ায়। এহেন পরিস্থিতি তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
পাঁচ রাজ্যের বিধানসভার ফলাফল নিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী দিলীপ ঘোষ। গোয়ায় কি তৃণমূল ফ্যাক্টর হবে, বৃহস্পতিবার গণনা চলাকালীনই বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ এপ্রসঙ্গে বলেন, তৃণমূল কোনও ফ্যাক্টর হবে না। গতবার গোয়ায় হ্যাংক ছিল। আমাদের ১১ টা আসন ছিল তাতেই আমরা সরকার চালিয়েছিলাম। এবারে আসন বাড়বে সরকার আমাদের হবে। পাশাপাশি তিনি বলেন, বিজেপির সরকার সব জায়গায় হবে। তবে পাঞ্জাবে তো আমরা সরাসরি নেতৃত্ব দেয়নি অন্যান্য দলের সঙ্গে থাকতাম। এবারে আমরা নেতৃত্ব দিয়েছি পাঞ্জাবে ভালো ফল হবে বলে জানিয়েছেন নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে এসে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি এক দফাতেই ভোট গ্রহণ হয়েছিল গোয়া বিধানসভায়। এই রাজ্যের ৪০ টি বিধানসভা আসনে রয়েছেন মোট ৩০১ জন প্রার্থী। বর্তমানে গোয়ায় শাসকদল বিজেপি। এই মুহূর্তে তাদের বিধায়ক সংখ্যা ১৭ জন। অপরদিকে গোয়ার প্রধান বিরোধী দল কংগ্রেসে ১৫ জন বিধায়ক। তবে গোয়া নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বি কংগ্রেস ও বিজেপি এত দিন হয়ে এলেও এবার পট পরিবর্তন হয়েছে। চলতি নির্বাচনে ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেস এবং আপ দল।
আরও পড়ুন, 'মৌলিক চাহিদাগুলি এখনও অধরাই', উত্তরাখণ্ড নির্বাচনে নজর সবার লালকুয়ানে
প্রসঙ্গত, গোয়ায় মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির (এমজিপি)-র হাত ধরেছে তৃণমূল। আর এই পদক্ষেপকেই সাম্প্রদায়িক বলে অভিযোগ তুলেছেন লাবু মামলেদার।তার দাবি, গোয়াকে ধর্মের নামে বিভক্ত করতে চাইছে তৃণমূল। লাভু মামলেদারের সঙ্গে তৃণমূল ছেড়েছেন আরও ৪ জন। প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুজিনহো ফেলেরিও-র সঙ্গে তৃণমূলে যোগ দিয়েছিলেন গোয়ার প্রাক্তন বিধায়ক লাবু মামলেদার। কিন্তু তিন মাস যেতে না যেতেই এমজিপি-র সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠতায় ক্ষুব্ধ হয়েছেন। একটাসময় ২০১২ থেকে ২০১৭ সাল অবধি তিনি ওই দলেরই বিধায়ক ছিলেন। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুজিনহো ফেলেরিও বলেন,' দল গোয়ায় নির্দিষ্ট লক্ষ্য নিয়ে চলছে। সেই লক্ষ্যেই অবিচল থাকবে। কোনও ব্যক্তির সিদ্ধান্ত তাতে প্রভাব ফেলবে না।' অপরদিকে এদিন বঙ্গ বিজেপির ইস্যুতেও কথা বলেন এদিন দিলীপ ঘোষ। পামেলা গোস্বামীকে বিজেপির কালচারাল সেলের প্রধান হিসাবে বসানো হয়েছে। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'ঠিক আছে নতুন নতুন লোক আনা হচ্ছে। এক্সপেরিমেন্ট করা হচ্ছে। যারা সাংস্কৃতিক জগতের মানুষ তাদের সাংস্কৃতিক দায়িত্ব দেওয়া উচিত।বিধানসভায় বিজেপির লাড্ডু বিতরণ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন,পার্টি যখন ছোট ছিল আমি তখন লজেন্স বিতরণ করতাম। এখন পার্টি বড় হয়েছে এখন লাড্ডু খাওয়ানো উচিত আনন্দের দিনে। তবে অন্যরা খাবেন কি না জানি না। আমাদের লোকেরা তো খাবে।'