সংক্ষিপ্ত

  • ''এক দেশ এক নির্বাচন'' নিয়ে আলোচনায় বসবে মোদী সরকার
  • লোকসভা এবং রাজ্যসভার প্রতিনিধিদের উপস্থিতি থাকার জন্য আহ্বান জানানো হয়েছে
  • সংসদের নিম্নকক্ষের প্রথম অধিবেশন শুরু হওয়া উচিত নতুন চাড় ও নতুন চিন্তাভাবনা দিয়ে
  • আগামী ১৯ জুন অনুষ্ঠিত হবে এই আলোচনা বৈঠক

আগামী ১৯ জুন এক সর্বদলীয় বৈঠকের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওইদিন আলোচনাসভায় সকল দলের লোকসভা এবং রাজ্যসভার প্রতিনিধিদের উপস্থিতি থাকার জন্য আহ্বান জানানো হয়েছে বলে খবর।

নতুনভাবে লোকসভা গঠনের পর প্রথম অধিবেশন শুরু হওয়ার আগেই  আলোচনা সভায় যে বিষয়টি উঠে আসবে তা হল ''এক দেশ এক নির্বাচন''। সেইসঙ্গে আলোচিত হবে অন্যান্য আনুষঙ্গিক বিষয়ও। প্রসঙ্গত এবারের লোকসভায় রয়েছেন অসংখ্য নতুন মুখ। এই প্রসঙ্গে মোদী জানিয়েছেন সংসদের নিম্নকক্ষের প্রথম অধিবেশন শুরু হওয়া উচিত নতুন চাড় ও নতুন চিন্তাভাবনা দিয়ে। 

সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, প্রত্যেকবার সংসদে লোকসভার অধিবেশন শুরু হওয়ার আগে সর্বদলীয় বৈঠক হয়ে থাকে, যা সংসদীয় কাজকর্মকে সুষ্ঠভাবে হতে সাহায্য করে। তিনি আরও জানান যে, সব দলের, বিশেষত বিরোধী দলের প্রতিনিধিদের সংসদের কাজ সুষ্ঠুভাবে তরান্বিত করার কাজে ,বিশেষভাবে সহযোগীতা প্রার্থনা করা হচ্ছে। তিনি আরও জানিয়েছেন এছাড়াও ওই বৈঠকে ২০২২ সালে দেশের ৭৫তম স্বাধীনতা দিবস উদ্‌যাপন এবং এই বছর মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী পালনের জন্যও প্রয়োজনীয় আলোচনা করা হবে।