সংক্ষিপ্ত
তৈরি শাড়িটি এতটাই হালকা আর নরম যে একটি দেশলাইয়ের বক্সের মধ্যে তা ঢুকে যায়। হাতে বোনা এই শাড়ির দাম ১২ হাজার টাকা। শিল্পি নিজেই জানিয়েছেন এই শাড়ি যদি হ্যান্ডলুম ম্যাহামে তাঁতে বোনা হয় বা মেশিন তাঁতে বোনা হয় তাহলে তার দাম পড়বে ৮ হাজার টাকা।
শিল্পি নল্লা বিজয় (Nalla Vijay)। তাঁর হাতে এতটাই জাদু যা মনে করিয়ে দেয় রূপকথার কাহিনি। মনে আছে রূপকথায় বইতে পড়া রাজকন্যার সেই ফিনফিনে হাওয়ার মত শাড়ির কথা। যা কোনও এক শিল্পি বিশেষভাবে যন্তসহকারে বানিয়ে ছিল শুধুমাত্র রাজকন্যার জন্য। আর সেই শাড়ি নিয়ে তেপান্তরের মাঠ পেরেয়ে চলে এসেছিল রাজপুরীরে। ঠিক সেই রকমই একটি শাড়ি (saree) নিজের হাতে বুনেছেন তেলাঙ্গনার শিল্পী নাল্লা বাজিয়।
তাঁর তৈরি শাড়িটি এতটাই হালকা আর নরম যে একটি দেশলাইয়ের বক্সের মধ্যে তা ঢুকে যায়। হাতে বোনা এই শাড়ির দাম ১২ হাজার টাকা। শিল্পি নিজেই জানিয়েছেন এই শাড়ি যদি হ্যান্ডলুম ম্যাহামে তাঁতে বোনা হয় বা মেশিন তাঁতে বোনা হয় তাহলে তার দাম পড়বে ৮ হাজার টাকা। শাড়িটি এদিন তেলাঙ্গনার মন্ত্রী তারাকা রামারাও, সবিতা ইন্দ্রারেড্ডি, শ্রীনিবাস গৌড় ও এরাবাবেলির উপস্থিতিতে প্রদর্শন করেন। একই সঙ্গে বিশেষ এই শাড়িটি তিনি তেলাঙ্গনার মন্ত্রী সবিতা ইন্দ্ররেড্ডি গারুকে উপহার দেন।
এটাই প্রথম নয় সিরসিল্লার তাঁতিদের সূক্ষকারিগরির সুনাম রয়েছে দীর্ঘ দিন ধরেই। নল্লা বিজয়ের আগেই এমন সূক্ষ শাড়ি তৈরি করেছিলেন এই এলাকারই আরও এক শিল্পি ভেলদি হরি প্রসাদ। যিনি এমনই একটি শাড়ি বুনেছিলেন জরি দিয়ে যা দেশলাইয়ের বাক্সে ভরা যায়। পাশাপাশি শালের ওপর ভবগান গণেশের ছবি তৈরি করেও সুনাম অর্জন করেছিলেন। তিনি যে শাড়িটি তৈরি করেছিলেন তাঁর ওজন ছিল মাত্র ১৮০ গ্রাম। তবে তিনি দাবি করেছিলেন পাটের ব্যাগ তৈরির জন্য একটি বড় সুচ দিয়ের মধ্যে দিয়েও সুতোর মত গলিয়ে দেওয়া যাবে তাঁর তৈরি শাড়ি। শাড়ির আগে তিনি একটি শার্ট ও লুঙ্গিও তৈরি করেছিলেন , যা দেশলাই বাক্সের মধ্যে রাখা যায়।