সংক্ষিপ্ত

  • প্রবল বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত বাণিজ্যনগরী মুম্বই
  • বৃষ্টির জেরে কার্যত ব্যহত হয়েছে মুম্বইয়ের জনজীবন
  • ব্যহত হয়েছে রেল চলাচল
  • জানজট ছিল কার্যত চোখে পড়ার মতো

প্রবল বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত বাণিজ্যনগরী মুম্বই। সোমবার সকাল থেকে মুষলধারে হয়ে চলা বৃষ্টির জেরে কার্যত ব্যহত হয়েছে মুম্বইয়ের জনজীবন। রেল লাইনে জল জমে গিয়ে ব্যহত হয়েছে রেল পরিষেবা, আর সেইকারণেইউ বহু লোকাল ট্রেন ও দুরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি একাধিক সড়কপথে জানজট ছিল চোখে পড়ার মতো।

কিছু কিছু এলাকায় জল জমেছে প্রায় হাঁটু-সমান। সূত্রের খবর, সোমবার ভোর চারটে থেকে পাঁচটা পর্যন্ত বৃষ্টি হয়েছে ১০০ মিলিমিটারের কাছাকাছি। আর রাত-ভোর ধরে চলা বৃষ্টির পরিমাণ ছিল প্রায় ৩৬০ মিলিমিটারেরও বেশি। পশ্চিম রেলওয়ে সূত্রে জানানো হয়েছে, পালঘর অঞ্চলে জল জমে যাওয়ার কারণে মুম্বই-ভালসাদ-সুরাত লাইনে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। 

 

পরে অবশ্য জল খানিকটা নেমে যাওয়ার পর কিছু ট্রেন চলানো হলেও, তার গতি রাখা হয়েছিল ৩০ কিলোমিটার প্রতি ঘন্টা। যদিও, চার্চগেট ও মধ্য মুম্বই-এর মধ্যে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল একেবারেই স্বাভাবিক রয়েছে।