- Home
- India News
- হিমের পরশ মাখা নভেম্বর মাসও উধাও, শতাব্দীর সবথেকে গরম অক্টোবর এটাই - শীত নিয়ে শঙ্কা মৌসম ভবনের
হিমের পরশ মাখা নভেম্বর মাসও উধাও, শতাব্দীর সবথেকে গরম অক্টোবর এটাই - শীত নিয়ে শঙ্কা মৌসম ভবনের
- FB
- TW
- Linkdin
শরতে গরম!
হিমের পরশ মাখা কালীপুজো উধাও অক্টোবরের শেষে পড়েছিল কালীপুজো। আর নভেম্বরের প্রথমেই দীপাবলি। কিন্তু হিমের পরশ উধাও।
উল্টে গরম অক্টোবর
মৌসম ভবন জানিয়ে দিয়েছে ২০২৪ সালের অক্টোবর হল শতাব্দীর সবথেকে গরম অক্টোবর।
নভেম্বরেও শীত নিয়ে আশঙ্কা
নভেম্বর মাসেও শীত পড়বে কিনা তাই নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে মৌসম ভবন। হাওয়া অফিস জানিয়েছে এবার নভেম্বর মাসে শীত পড়ার সম্ভাবনা খুব কম।
অক্টোবরে গরম
মৌসম ভবন জানিয়েছে গত এক শতাব্দীতে অক্টোবর মাসে এমন গরম পড়েনি ভারতে। তেমনই গরম হতে পারে নভেম্বরও।
১৯০১ থেকে রেকর্ড
১৯০১ সালের পর থেকে এটাই ছিল সবথেকে বেশি গরম অক্টোবর। দেশের গড় তাপমাত্রা ছিল স্বাবিকের তুলনায় ১.২৩ ডিগ্রি সেলসিয়াস বেশি
গরম অক্টোবরের কারণ
মৌসম ভবন জানিয়েছে দুটি কারণে শতাব্দীর থেকে গরম অক্টোবর মাস এটাই। একটি হল পশ্চিম ঝঞ্ঝার অনুপস্থিতি ও দ্বিতীয় হল বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপ।
অক্টোবরে গরমের কারণ
মৌসম ভবন জানিয়েছে পশ্চিম ঝঞ্ঝার অনুপস্থিতি আর বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপগুলির কারণে জলীয় বাষ্ম দ্রুত স্থলভাবে প্রবেশ করেছে। তার কারণে উৎসবের মরশুমে গরমে নাজেহাল হতে হয়েছে।
গড় তাপমাত্রা
অক্টোবর মাসে দেশের গড় তাপমাত্রা ছিল ২৬.৯২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে অক্টোবরে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড রয়েছে ২৫.৬৯ ডিগ্রি।
অক্টোবরে সর্বনিম্ন তাপমাত্রা
অক্টোবরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৮৪ ডিগ্রি সেলসিয়াস। যদিও স্বাভাবিক তাপমাত্রা থাকার কারণ ২০.০১ ডিগ্রি।
উত্তর-পশ্চিম ভারতেও গরম
এই সময়টা উত্তর ও পশ্চিম ভারতে রীতিমত শীতের আমেজ বাড়তে থাকে। কিন্তু এবার শীতের আমেজ উধাও হয়ে গেছে।
নভেম্বরে শীত উধাও
নভেম্বর মাসেও তেমনভাবে থাকবে না। উত্তর-পূর্ব ভারতের পরিস্থিতির জন্যই এই অস্বস্তি। জানুয়ারি-ফেব্রিয়ারি শীতের মাস হিসেবে ধরা হয়েছে বলেও জানিয়েছে মৌসম ভবন।