ট্রেনের টিকিট কাউন্টার থেকে অনলাইনে টিকিট বাতিল করার পদ্ধতি জানেন? রইল বিস্তারিত
রেল স্টেশনের কাউন্টারে বুক করা ট্রেনের টিকিট এখন অনলাইনে বাতিল করা যাবে। এই প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানুন।
- FB
- TW
- Linkdin
)
প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে যাতায়াত করে
বিশেষ করে উৎসব এবং ছুটির দিনগুলিতে যাত্রীর সংখ্যা বহুগুণ বেড়ে যায়। টিকিট পাওয়া দুষ্কর হয়ে পড়ে। তাই এক মাস আগে থেকেই টিকিট বুকিং করার প্রয়োজন দেখা দেয়।
যাত্রীদের সুবিধার জন্য ভারতীয় রেল তাদের পরিষেবা উন্নত করছে
টিকিট বুকিং সহজ করে তোলা হয়েছে। বেশিরভাগ যাত্রী IRCTC ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করে টিকিট বুকিং করেন।
IRCTC ওয়েবসাইট বা অ্যাপ থেকে বুক করা টিকিট বাতিল করা সহজ
এবং টাকা ফেরত পাওয়া যায়। এখন কাউন্টার থেকে ক্রয় করা টিকিটও অনলাইনে বাতিল করার সুবিধা চালু হয়েছে। আগে কাউন্টার টিকিট শুধুমাত্র কাউন্টারেই বাতিল করা যেত।
কাউন্টার টিকিট অনলাইনে বাতিল করার পদ্ধতি
* IRCTC ওয়েবসাইটে গিয়ে 'টিকিট বাতিল' অপশনে ক্লিক করুন।
* কাউন্টার টিকিট বাতিলের অপশন দেখতে পাবেন।
PNR নম্বর এবং ট্রেন নম্বর ক্যাপচা সহ প্রবেশ করান
* রেজিস্টার্ড মোবাইল নম্বরে OTP আসবে। OTP দিয়ে টিকিট বাতিল করুন।
* যাত্রীর তথ্য সম্বলিত একটি ডায়লগ বক্স দেখতে পাবেন। সাবমিট করলে টিকিট বাতিল হবে।
টাকা ফেরত পদ্ধতি:
কাউন্টার টিকিট অনলাইনে বাতিল করলেও টাকা অনলাইনে ফেরত পাওয়া যাবে না।
টাকা ফেরত পেতে কাউন্টারে যেতে হবে
অনলাইনে টিকিট বাতিলের প্রমাণ দেখিয়ে টাকা ফেরত নিতে হবে। 'বন্দে ভারত'-এ খাবার প্রি-বুকিং ছাড়াই কেনা যাবে!
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।