- Home
- India News
- Medicine: সুস্থ থাকতে ওষুধেই ভরসা, মুঠো মুঠো জাল ওষুুধ খাচ্ছেন না তো? কীভাবে বুঝবেন জানুন এক ক্লিকে
Medicine: সুস্থ থাকতে ওষুধেই ভরসা, মুঠো মুঠো জাল ওষুুধ খাচ্ছেন না তো? কীভাবে বুঝবেন জানুন এক ক্লিকে
যত আধুনিক হচ্ছি ততই জীবনের সঙ্গে জড়িয়ে যাচ্ছে ওষুধের সম্পর্ক। জল-বাতাস, অক্সিজেন ছাড়া যেমন জীবন চলে না তেমনই এখনকার দিনে ওষুধ ছাড়া যেন বেঁচে থাকা দায়! কিন্তু আপনি যে ওষুধটা খাচ্ছেন সেটা আসল না নকল তা কী করে বুঝবেন? সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন…
- FB
- TW
- Linkdin
)
বাজারে জাল ওষুুধের রমরমা
আসল-নকলের গোলক ধাঁধায় এখনকার দিনে সত্য়িই কোনটা খারাাপ আর কোনটা ভালো চেনা বিষম দায়। তা বলে সুস্থ থাকতে আসল ওষুধের বদলে প্রতিদিন মুঠো মুঠো জাল ওষুধ খাবেন? আসুন জেনে নিই কোনটা জাল আর কোনটা জাল ওষুধ নয়।
সস্তায় ভরসা রাখছেন ব্রান্ডেড ওষুধের উপর!
আপনি সস্তায় ব্রান্ডেড ওষুধে কেনার জালে পা দেননি তো? সস্তায় ওষুধ কিনে বাজিমাত করতে চাইছেন? মনে রাখবেন সবসময় সস্তার জিনিস মানে মোটেও ভালো নয়। এই সস্তার ওষুধ যে কোনও সময় আপনার জীবনে ডেকে আনতে পারে বড় কোনও বিপদ।
সচেতন থাকুন ভেজাল ও কমদামি ওষুধের বিষয়ে
যে কোনও ওষুধ কেনার আগে তার আকার, বিবরণ ভালো করে পড়ে নিন। প্যাকেজিংয়ের তারিখ সমস্ত কিছুর উপর নজর রাখুন। তাহলেই চিনতে শিখে যাবেন কোনটা আসল আর কোনটা ভেজাল।
ওষুধের গুণগত মান
মেডিকোল স্টোর থেকে যে কোনও ওষুধ কেনার আগে যাচাই করে নিন তার গুণগত মান। জাল ওযুধ ব্যবহারের ফলে মৃত্যুর কোলে ঢলে পড়ছে বহু মানুষ। সেই বিষয়ে সতর্ক থাকুন।
ওষুধ কিনুন বারকোড ও বিল দেখে
ভেজাল ওষুধের হাত থেকে নিজেকে ও পরিবারকে সুস্থ রাখতে চাইলে দোকানে গিয়ে মুখে মুখে বলে যে কোনও ওষুধ না কিনে সবসময় চেষ্টা করবেন ওষুধের সঠিক প্রেসক্রিপশন ও বারকোড দেখে ওষুধ নেওয়ার। এতে ভেজাল ওষুধ কেনার সম্ভাবনা অনেকটাই কমে।
সতর্ক থাকুন ক্যাপসুল কেনার সময়
আপনি যদি কোনও ক্যাপসুলল কিনতে চান তাহলে অবশ্যই ক্যাপসুলের প্যাকেজিং, কালার ও সাইজ দেখে কিনুন। যদি ভেজাল ক্যাপসুল হয় তাহলে একেকটা ক্যাপসুল এক এক রকমের সাইজ এবং রঙের হবে।
ওষুধের মাপ দেখে কিনুন
ধরুণ আপনি যদি দোকান থেকে প্যারাসিটামল কিনছেন তাহলে অবশ্যই প্যারাসিটামলের সাইজ দেখে কিনুন। জাল ওষুধের ক্ষেত্রে এক একটা ওষুধের মাপ একেক রকমের হবে। এছাড়াও প্যাকেটের সঙ্গে হাওয়ার বুঁদবুঁদ দেখা যাবে।
ওষুধ খেয়ে সমস্যা না কমলে সতর্ক হোন
ওষুধ খেয়ে যদি আপনার শারীরিক অসুস্থতা না কমে তাহলে বুঝবেন গোড়ায় গন্ডগোল। সমস্যা লুকিয়ে আছে ওষুধেই। এই বিষয়ে স্য়াম্পেল টেস্ট সবথেকে বেশি কাজে দেবে।
একই কোম্পানির ওষুধ খাওয়া থেকে বিরত থাকুন
একই কোম্পানির ওষুধ খেয়েও যদি সমস্যা না মেটে তাহলে বারবার একই কোম্পানির উপর ভরসা না রেখে অন্য কোম্পানির ওষুধ খেয়ে দেখতে পারেন। এই ব্যাপারে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
সতর্ক থাকুন সাবধান হোন এখন থেকে জাল ওষুধের বিষয়ে
জাল ওষুধে ভরে গিয়েছে বাজার। তাই যে কোনও ওষুধ কেনার সময় অবশ্যই চিকিৎসকের লিখে দেওয়া প্রেসক্রিপশন নিয়ে ওষুধ কিনুন। জাল ওষুধের হাত থেকে নিজেও সতর্ক থাকুন। অপরকেও সতর্ক করুন।