ওএনজিসি প্লান্টে বিধ্বংসী অগ্নিকাণ্ড গুজরাতের সুরাটের কাছে এই আগুন লাগে ভোরের আলো ফোটার আগেই তীব্র বিস্ফোরণ পরপর বেশ কয়েকটি বিস্ফোরণের আওয়াজ শোনা যায়

গুজরাতের সুরাতে তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন ওএনসিজি-র একটি প্লান্টে বিধ্বংসী আগুন লাগল। বৃহস্পতিবার ভোররাতে এই ঘটনা ঘটে। তার আগে পরপর বেশ কয়েকটি তীব্র বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ভোর তিনটে নাগাদ এই ঘটনা ঘটে। খবর পেয়েই আগুন নেভাতে ঘটনাস্থলে যায় দমকলের ১৫টি ইঞ্জিন।

Scroll to load tweet…

ওএনজিসি সূত্রে খবর খবর প্রথমে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। এরপরেই বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়ে। কী কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনও পরিষ্কার নয়। বিস্ফোরণের জেরে প্লান্টের কোনও কর্মীর এখনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

Scroll to load tweet…

আগুন এতটাই ভয়াবহ আকারে ছড়িয়েছিল যে বেশ কয়েক কিলোমিটার দূর থেকে ধোঁয়া দেখা যাচ্ছিল। ঘটনাস্থলে এখনও দমকলের কর্মী-আধিকারিকরা রয়েছেন। দাহ্য পদার্থের কারণে তীব্র শিখায় জ্বলতে থাকে আগুন। তবে পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে বলেই দাবি করছে প্রশাসন।

এক বছর আগে সেপ্টেম্বর মাসে ঠিক এমনই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল নভি মুম্বইয়ের ওএনজিসি প্লান্টে। সেই বিধ্বংসী আগুনে ৪ জনের মৃত্যুর খবর সরকারি ভাবে জানানো হয়েছিল।