সংক্ষিপ্ত
ভারতের কারণে বাংলাদেশে বন্যা! সমাজ মাধ্যমে হুহু করে ছড়িয়ে পড়ছে এই দাবি। যার জেরে দুই দেশের মানুষের মধ্যেই সৃষ্টি হয়েছে তুমুল মনোমালিন্য। প্রতিবেশী দেশের বন্যায় খুশি ভারত! এমনও খবর ছড়িয়ে পড়ছে হুড়মুড়িয়ে। কিন্তু আসলে কতটা সত্য এই তথ্য?
বৃহস্পতিবার ভারত এই অভিযোগটি প্রত্যাখ্যান করেছে। কেন্দ্রীয় সরকার জানায় যে ত্রিপুরার গোমতী নদীর উপর ডাম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের গেট খোলার কারণে বাংলাদেশে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি। এই দাবি "তথ্যগত ভাবে সঠিক নয়" এমনই জানিয়েছে ভারত সরকার। এই বন্যার প্রধান কারণ হল ক্যাচমেন্ট এলাকায় প্রচুর বৃষ্টিপাত। মূলত আকাশ ভাঙা বৃষ্টির কারণেই নদীর জলের স্তর অত্যধিক বেড়ে গিয়েছে। এই কারণেই সমস্যার মুখে পড়তে হয়েছে বাংলাদেশের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনিকে।
ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী বহু এলাকাই জলমগ্ন হয়ে পড়েছে বলে জানা গিয়েছে। এ ছাড়াও কেন্দ্রীয় সরকার তরফে জানানো হয়েছে যে, "ডাম্বুর বাঁধটি সীমান্ত থেকে বেশ দূরে অবস্থিত , প্রায় ১২০ কিমি দূরে। এটি একটি ৩০ মিটার উচ্চতার বাঁধ যা শক্তি উৎপন্ন করে এবং এখান থেকে বাংলাদেশও ৪০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রহণ করে।”
শুধু বাংলাদেশে নয়, প্রবল বৃষ্টিপাত হচ্ছে ত্রিপুরাতেও। বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে। এ ছাড়াও দিল্লির তরফে জানানো হয়েছে, “ভারত ও বাংলাদেশের মধ্যে সাধারণ নদীগুলিতে বন্যা উভয় দেশের মানুষের জন্যই দুর্ভাগ্যের এবং তা সমাধানের জন্য মিলিত সহযোগিতা প্রয়োজন।”
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।