সংক্ষিপ্ত
- একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ফের রেকর্ড
- গত ২৪ ঘণ্টায় সংক্রমণের শিকার হয়েছেন ৬,৬৫৪
- করোনা গত ২৪ ঘণ্টায় প্রাণ কেড়েছে ১৩৭ জনের
- কেবল মহারাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ছাড়িয়েছে
বৃহস্পতিবার দেশে প্রথম আক্রান্তের সংখ্যা ৬ হাজারের গণ্ডি পেরিয়েছিল, সেই রেকর্ডও ছাপিয়ে গেল শুক্রবার। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমমের শিকার হলেন ৬,৬৫৪ জন। এটাই এদেশে একদিনে আক্রান্তের সংখ্যায় সর্বোচ্চ। ফলে ভারতে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৫ হাজার ১০১।
এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছেন ১৩৭ জন। ফলে ভারতে বর্তমানে করোনায় মৃতের সংখ্যা ৩,৭২০। এদিকে দেশে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৬৯,৫৯৭। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫১,৭৮৪ জন।
এদিকে দেশে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যায় এখনও একনম্বরে রয়েছে মহারাষ্ট্র। রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার পেরিয়ে গিয়েছে। এরমধ্যে দেশের বাণিজ্য রাজধানী মুম্বইতেই আক্রান্তের সংখ্যা ২৫ হাজারের বেশি। মহারাষ্ট্রে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ১,৫০০ বেশি মানুষের। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নতুন করে সংক্রমণের শিকার ৩ হাজারের বেশি মানুষ।
করোনা আক্রান্ত রাজ্য হিসাবে দেশে তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে তামিলনাড়ু। রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা ১৪ হাজারের বেশি। গত ২৪ ঘণ্টায় সংক্রমমের শিকার ৭০০ বেশি। এদিকে দিল্লিতে গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৬০ জন। পলে দেশের রাজধানীতে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ১২ হাজারের ঘরে।
দেশে করোনা আক্রান্ত রাজ্যের তালিকায় তিন নম্বরে রয়েছে প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাত। এখানে গত ২৪ ঘণ্টায় সংক্রমমের শিকার হয়েছেন ৩৫০ জন। ফলে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়ে গিয়েছে। মৃতের সংখ্যা ৮০০ বেশি।