সংক্ষিপ্ত

খাড়গের বাসভবনে বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের বৈঠক। উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, নীতিশ কুমার আর তেজস্বী যাদব। আগামী দিনে আরও বৈঠক হবে ।

 

বিরোধী ঐক্যের ক্ষেত্রে কী আরও একধাপ এগিয়ে গেলেন রাহুল গান্ধী? নতুন করে বুধবার সেই জল্পনাই উস্কে দিলে রাহুল গান্ধী ও নীতিশ কুমারের বৈঠক। বুধবার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও তাঁর উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের সঙ্গে বৈঠক করেন রাহুল গান্ধী। সঙ্গে ছিলেন কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে। এদিন তাঁরা বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিকে একত্রিত হওয়ার আহ্বান জানান। আগামী বছর লোকসভা নির্বাচন। সেই সময়ই বিজেপিকে পরাস্ত করার জন্য সমমনা রাজনৈতিক দলগুলিকে এক ছাদের তলায় নিয়ে আসার আহ্বান জানিয়েছেন খাড়গে।

এদিন খাড়গে বলেছেন, এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। এই বৈঠকেই আসন্ন নির্বাচনে এক সঙ্গে লড়াইয়ের জন্য সমস্ত দলগুলিকে একত্রিত করার সিদ্ধান্ত নিওয়া হয়েছে। রাহুল গান্ধী এই বৈঠক শেষে বলেন, বিরোধী রাজনৈতিক দলগুলি একসঙ্গে বসেই যাবতীয় সিদ্ধান্ত সিদ্ধান্ত নেবে। রাজনৈতিক কর্মসূচিও তৈরি করবে। রাহুল গান্ধী বলেন, 'আমরা আদর্শের যুদ্ধে সবদলকে একত্রিত করতে চাই। আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিষ্ঠান ও দেশের ওপর হামলার বিরুদ্ধে লড়াই করব। গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেব। ' নীতিশ কুমার বলেছেন, তাঁরা আরও বেশি সংখ্যক বিরোধী দলকে একত্রিত করার চেষ্টা করবেন। এই প্রচেষ্টা তারা চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন।

হিন্দিতে একটি টুইট বার্তায় খাড়গে বলেছেন, এই জোট সংবিধান রক্ষা করবে ও গণতন্ত্র রক্ষা করবে। রাহুল গান্ধী বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও তেজস্বী যাদবের সঙ্গে দেখা করেছেন কথা বলেছেন। নিজের মতামত জানিয়েছেন। তাঁরাও জোট নিয়ে কী চিন্তাভাবনা করছেন তা তুলে ধরেছেন।

মল্লিকার্জুন খাড়গের বাসভবনেই হয়েছিল এই বৈঠক। উপস্থিত উপস্থিত ছিলেন, জেডিইউ সভাপতি লালন সিং, বিহার কংগ্রেস প্রধান অখিলেশ প্রসাদ সিং, কংগ্রেস নেতা সলমন খুরশিদ ও আরজেডি নেচা মনোজ ঝাঁ। জেডিইউ, আরজেডি ও কংগ্রেস বপিহারের একটি জোট সরকার চালাচ্ছে। তিনটি দলই বিজেপির বিরুদ্ধে লড়াই করে নিজেদের প্রতিষ্ঠা করেছে।

নীতিশ কুমার মঙ্গলবাারই দিল্লিতে পৌঁছেছেন। বিরোধী রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা করার জন্যই তাঁর এই জাতীয় রাজধানী সফর বলেও সূত্রের খবর। তিনি আরও বেশ,কয়েকজবনের সঙ্গে দেখা করবেন বলেও সূত্রের খবর। অন্যদিকে বর্তমানে দিল্লিতে রয়েছেন তেজস্বী যাদবও। মঙ্গলবার তিনি ইডির দফতরে হাজিরা দিয়েছেন। যাইহোক এদিন খাড়গের বাড়িতে বৈঠক থেকে স্পষ্ট যে তিনি বিরোধী জোট তৈরির একান্ত প্রচেষ্টা চালাচ্ছেন। কারণ আগেই তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ও মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে আগামী সপ্তাহে বৈঠক করতে পারেন।