সংক্ষিপ্ত
১৮ জানুয়ারি সুপার স্বচ্ছ লিগ আয়োজন করে আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রক। গত তিন বছর ক্যাটাগরিতে অন্তত দুইবার প্রথম তিনটির মধ্যে থাক শহরগুলিকে বিশ্লেষণ করা হয় সুপার স্বচ্ছ লিগে।
ভারতের সবথেকে পরিচ্ছন্ন শহর (Clean city) কোনটি? তালিকায় কোথায় রয়েছে শতাব্দী প্রাচীন কলকাতা (Kolkata)? এই প্রশ্নের উত্তর রইল। পরিস্কার পরিচ্ছন্নতার দিক থেকে ভারতের সব শহরকে পিছনে ফেলে পয়লা নম্বরে ইন্দোর (Indore)। তবে এটাই প্রথম খেতাব জয় নয়। এই নিয়ে একটানা সাতবার দেশের পরিচ্ছন্ন শহরের তালিকায় শীর্ষে রয়েছে মধ্যপ্রদেশের ইন্দোর।
গত ১৮ জানুয়ারি সুপার স্বচ্ছ লিগ আয়োজন করে আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রক। গত তিন বছর ক্যাটাগরিতে অন্তত দুইবার প্রথম তিনটির মধ্যে থাক শহরগুলিকে বিশ্লেষণ করা হয় সুপার স্বচ্ছ লিগে। স্বচ্ছ ভারত মিশনের একটি অংশ স্বচ্ছ সুপার লিগ। ভারতের শহরগুলিকে আরও পরিস্কার আর পরিচ্ছন্ন করে তোলার লক্ষ্যেই কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ।
কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল সুপার স্বচ্ছ লিগের তাৎপর্য সম্পর্কে ব্যাখ্যা করেন। প্রসঙ্গত মোট পাঁচটি ক্যাটাগরিতে শহরগুলিকে ভাগ করা হয়েছিল জনসংখ্যার উপর ভিত্তি করে। শহরগুলি যাতে নিজেদের ভারসাম্য বজায় রেখে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারে। সেই লক্ষ্যেই এমন ব্যবস্থা। নয়ডা, চন্ডীগড়ের মত শহরগুলিকে রাখা হয় বড় শহরের ক্যাটাগরিতে। অন্যদিকে নভি মুম্বই, ইন্দোর, সুরাটের মত শহরগুলি ছিল মিলিয়ন প্লাসের ক্যাটাগরিতে। ইন্ডিয়া স্মার্ট সিটি, অ্যাওয়ার্ড কনটেস্ট ২০২২ - এ ১২টি ক্যাটাগরির মধ্যে ৬টি ক্যাটাগরিতে জয়লাভ করে ইন্দোর। এমনকি ন্যাশানাল স্মার্ট সিটি অ্যাওয়ার্ডও জিতে নেয় ইন্দোর।
গোবর্ধন বায়ো সিএনজি প্ল্যান্টে ইন্দোর শহরের অবস্থান একেবারে শীর্ষে। শহরে পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে সব শহরকে টেক্কা দিয়েছে ইন্দোর। সরস্বতী ও কাহন লাইফ লাইন প্রজেক্ট বাস্তবায়নের ক্ষেত্রেও সফল এই শহর। পাশাপাশি বৃষ্টির জলে কৃষিকাজ, ওয়াটার প্লাস, ওয়াটার সারপ্লাস প্রকল্পেও ইন্দোর শহরের কাজ চোখে পড়ার মত। স্মার্ট সিটি অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে সুরাটের সঙ্গে যৌথভাবে প্রথম ইন্দোর। তবে পরিচ্ছন্ন শহরের তালিকায় প্রথম ১০-এ নেই কলকাতার নাম।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।