সংক্ষিপ্ত

Geopolitical Chessboard: বিশ্ব ভৌগলিক রাজনীতিতে পরিবর্তন নতুন কিছু নয়। বিভিন্ন দেশে সরকার পরিবর্তনের সঙ্গে বিদেশনীতি, অভ্যন্তরীণ নীতি-সহ অনেককিছুই বদল হয়। বিশ্ব রাজনীতিতে এর প্রভাব পড়ে।

Thorsten Benner: জার্মানির রাজধানী বার্লিনে গ্লোবাল পাবলিক পলিসি ইনস্টিউটের সহ-প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর থরস্টেন বেনার। তিনি সারা বিশ্বে সংঘাত ও ক্ষমতার লড়াইয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ ও পশ্চিমী দুনিয়ার বাইরের দেশগুলির ভূমিকা নিয়ে উৎসাহী। জার্মানি-সহ ইউরোপ, চিন এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলির নীতি, শান্তি ও নিরাপত্তার বিষয়ে সবসময় পর্যালোচনা করেন বেনার। তিনি এই দেশগুলির বিষয়ে তথ্য সংগ্রহ করেন, রাজনীতিতে প্রযুক্তির ব্যবহার নিয়েও খোঁজখবর নেন। ২০০৩ সালে গ্লোবাল পাবলিক পলিসি ইনস্টিউট প্রতিষ্ঠা করার আগে বার্লিনে জার্মান কাউন্সিল অন ফরেন রিলেশনস, নিউ ইয়র্কে ইউ এন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়াশিংটন ডি সি-তে গ্লোবাল পাবলিক পলিসি প্রোজেক্টে কাজ করেছেন বেনার। তিনি এই প্রতিবেদন লিখেছেন।

বিশ্ব ভৌগলিক রাজনীতিতে গুরুত্ব হারাচ্ছে ইউরোপ?

এ বছরের ফেব্রুয়ারিতে এক আলাপচারিতার সময় এক ভারতীয় বিনিয়োগকারী আমাকে বলেন, ভৌগলিক রাজনৈতিক দাবার খেলায় অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে জার্মানি বা ইউরোপিয়ান ইউনিয়ন। কঠিন শক্তি, অর্থনীতি ও স্বাধীন বিদেশনীতির বিষয়ে গুরুত্ব হারিয়েছে জার্মানি ও ইউরোপিয়ান ইউনিয়ন। তিনি আরও বলেন, এখন ইউরোপিয়ান ইউনিয়ন ও জার্মানির চেয়ে এখন এগিয়ে ভারত। তিনি যে কথা বলেছেন, সেই একই কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইউরোপিয়ানদের, বিশেষ করে জার্মানদের খাটো করে দেখিয়েছেন।

জার্মানি-মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের শৈত্য এখনও কাটেনি?

ঠান্ডা যুদ্ধের অবসানের পর গত কয়েক দশকে ইউরোপে স্বাভাবিক ক্ষমতার মধ্যে অসামরিক ক্ষমতার কেন্দ্রস্থল হয়ে উঠেছে জার্মানি। ২০ বছর আগে থিঙ্ক ট্যাঙ্ক ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের সহ-প্রতিষ্ঠাতা মার্ক লিওনার্ড এক বই লিখেছিলেন, 'কেন একবিংশ শতাব্দী পরিচালনা করবে ইউরোপ?' তিনি যুক্তি দিয়েছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে সামরিক ক্ষমতা প্রদর্শন করছে, তাতে কোনও গভীরতা নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের মানসিকতা সংকীর্ণ। সেখানে ইউরোপ আলবানিয়া থেকে জাম্বিয়া পর্যন্ত প্রভাব বিস্তার করছে। পাঁচ বছর পর তিনি অন্য এক বই ‘দ্য ব্রাসেলস এফেক্ট: হাউ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন রুলস দ্য ওয়ার্ল্ড, সেলিব্রেটেড ইউরোপস রেগুলেটরি সুপারপাওয়ার।’ এখন স্পষ্ট হয়ে গিয়েছে যে এই স্বপ্ন শেষ। বাজারে জুয়া খেলা এবং নরম ক্ষমতা অগভীর ও সংকীর্ণ। ইউরোপিয়ানরা বুঝতে পারছেন, আজকের বিশ্বের বাস্তবতা হল অসীম ক্ষমতা। যারা এখন আর ক্ষমতাশালী নয়, তাদের উপর আধিপত্য বিস্তার করতে চাইছে ক্ষমতাশালীরা। জার্মানি ও ইউরোপের সামাজিক বাজার অর্থনীতি ও উদার গণতন্ত্রকে নিজেদের দেশের উদার শক্তি, যেমন ফার-রাইট অলটারনেটিভ ফর জার্মানি পার্টির থেকে রক্ষা করতে হবে, তেমনই ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্র, জি-র চিন, পুতিনের রাশিয়ার থেকেও রক্ষা করতে হবে।

সম্ভাবনা- বিশ্ব প্রযুক্তি সম্মেলন

১০ থেকে ১২ এপ্রিল পর্যন্ত কার্নেগি ইন্ডিয়াজ নবম বিশ্ব প্রযুক্তি সম্মেলন হতে চলেছে। এই সম্মেলনের থিম 'সম্ভাবনা'। এই সম্মেলনের অঙ্গ হিসেবেই প্রতিবেদন লিখেছেন বেনার। বিদেশমন্ত্রকও এই প্রতিবেদনের সঙ্গে যুক্ত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।