সংক্ষিপ্ত
- চাঁদের উদ্দেশ্যে পাড়ি জমালো চন্দ্রযান ২
- সোমবার দুপুর ২.৪৩ টায় শ্রীহরিকোটা থেকে সফল উৎক্ষেপণ
- এই প্রকল্পের মোট খরচ ৯৪০ কোটি টাকা
- পৃথিবীর চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটিতে পা রাখবে ভারত
শ্রীহরিকোটা-র সতীশ ধাওয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে সোমবার দুপুর ২.৪৩ টায় চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিল চন্দ্রযান ২। উৎক্ষেপণের ৪৮ দিন পরে, চন্দ্রযানের সঙ্গে যুক্ত বিক্রম বলে ল্যান্ড রোভারটি অবতরণ করবে চাঁদের মাটিতে। বিক্রমের অবতরণের সঙ্গে সঙ্গেই পৃথিবীর চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটিতে পা রাখবে ভারত। এর আগে ১৪ জুলাই চন্দ্রযান ২-এর উৎক্ষেপণ নির্ধারণ করেছিল ইসরো। কিন্তু, উৎক্ষেপণের ছাপ্পান্ন মিনিট আগে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে এবং উৎক্ষেপণ বাতিল করে দেওয়া হয়। এরপরই দ্রুত সেই গোলযোগ কাটিয়ে শনিবার নতুন করে ২২ তারিখ উৎক্ষেপণের দিনের কথা ঘোষণা করেছিল ইসরো।