সংক্ষিপ্ত

প্রয়াত জোসেফ মার থোমা মেট্রোলিটন

মার্থোমা খ্রিস্টান সম্প্রদায়ের আধ্যাত্মিক প্রধান ছিলেন তিনি

বয়স হয়েছিল ৯০ বছর

গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী মোদী

প্রয়াত মার্থোমা খ্রিস্টান সম্প্রদায়ের আধ্যাত্মিক প্রধান জোসেফ মার থোমা। রবিবার কেরলের তিরুভাল্লায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯০ বছর। ২০০৭ সালে তিনি মার্থোমা খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান মনোনিত হয়েছিলেন। চলতি বছরের জুন মাসে প্রধানমন্ত্রী মোদী তাঁর ৯০তম জন্মদিন উদযাপন উৎসবের শুভসূচনা করেছিলেন।

জোসেফ মার থোমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী একটি টুইট করে বলেন, 'জোসেফ মার থোমা ছিলেন এক অসাধারণ ব্যক্তিত্ব। তিনি মানবতার সেবা করেছেন এবং দরিদ্র ও দলিতদের জীবনের মানোন্নয়নে কঠোর পরিশ্রম করেছেন। তাঁর আদর্শ সর্বদা স্মরণীয় হয়ে থাকবে'।

ম্যারাথোমা খ্রিস্টান সম্প্রদায়ের একটি বড় অংশ ভারতের কেরলে বসবাস করেন। তাঁদের বিশ্বাস, তাঁরা সেন্ট টমাস-এর বংশধর। যিশুখ্রিষ্টের ১২ জন প্রধান ভক্ত কতথা খ্রীষ্ট ধর্মের ১২ জদন প্রধান প্রচারকের একজন ছিলেন সেন্ট টমাস। কেরলে অবস্থিত ম্যারাথোমা সিরিয়ান চার্চ একটি সংস্কারধর্মী প্রাচ্য চার্চ। এই গির্জাটি শুধু ধর্ম প্রচার নয়, ভারতে বেশ কয়েকটি শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠান পরিচালনার সঙ্গেও যুক্ত।