আগামী ২৭ এপ্রিল মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী
দিনে দিনে সংখ্যাটা বেড়েই চলেছে। বুধবার গোটা বিশ্বে করোনা সংক্রমণের সংখ্যাটা ২৫ লক্ষের গণ্ডি ছুঁয়ে ফেলল। মৃতের সংখ্যা ১ লক্ষ ৭৭ হাজার ছাড়িয়েছে। এদিকে বিশ্বের সঙ্গে তাল রেখে ভারতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে দেশে সংক্রমণের শিকার ২০ হাজারেরও বেশি মানুষ। মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়ে গিয়েছে। একা মহারাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ৫ হাজারের বেশি। এদিকে মার্কিন মুলুকে করোনায় মৃতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে। ভারতে ও বিশ্বব্যপী এই মহামারী সংক্রান্ত সর্বশেষ খবরাখবর জানতে চোখ রাখুন এখানে -
আগামী ২৭ এপ্রিল মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী
বাদুড়িয়ায় ত্রাণে রাজনৈতিক রঙ লেগেছে। এই অভিযোগ তুলে পথ অবরোধ স্থানীয়দের। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায়।
রাষ্ট্রপতি ভবনে করোনা আক্রান্ত কর্মীর সন্ধান, লোকসভার হাউস কিপিং বিভাগেও করোনার থাবা, এবার মারণ ভাইরাস হানা দিল কেন্দ্রয়ী মন্ত্রকেও, অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কর্মীও করোনা আক্রান্ত।
লকডাউনের মাঝে উত্তপ্ত আলিগড়। পুলিশের দিকে তেড়ে গেল উন্মত্ত জনতা।
গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা সংক্রমণের শিকার ৫৩৩ জন। মোট আক্রান্তের সংখ্যা ৫২২৯।
করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইন্ডিয়ার মেডিক্যাল অ্যাসোঃ চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি অমিত শাহ নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করেন চিকিৎসকদের।
ল্যাবে তৈরি নয় বরং প্রাণির থেকেই মানুষের দেহে করোনার সংক্রমণ, দাবি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'হু'।
৬০ দিনের জন্য অভিবাসন নীতির বদল করলেন মার্কিন প্রেসিডেন্ট। বন্ধ হল গ্রিনকার্ড দেওয়া।
বিট্রেনে মানুষের শরীরের করোনা ভ্যাকসিনের পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে।
অমৃতসর বিমানবন্দর থেকে কানাডিয়ান যাত্রীদের নিয়ে মন্ট্রিলে রওনা দিল কাতার এয়ারওয়েজের বিশেষ বিমান।
আমেরিকায় আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ছাড়াল। মৃতের সংখ্যা ৪৫ হাজারের বেশি। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের শিকার প্রায় ৪০ হাজার মানুষ।
গত ২৪ ঘণ্টায় মার্কিন মুলুকে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ২,৭০০ বেশি মানুষের।
দিল্লির আজাদপুর সব্জি বাজারের সামনে মঙ্গলবারের মত বুধবারও যানজট দেখা গেল।
করোনাকে হারিয়ে বিশ্বে সুস্থ হয়ে উঠেছেন ৬ লক্ষ ৯০ হাজার ৩৯৪ জন।
বিশ্বে করোনা সংক্রমণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ৭৭ হাজার ৬৪০ জনের।
বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা মোট ২৫ লক্ষ ৫৬ হাজার ৯০৯।