জয়ের জন্য অসমবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- Home
- India News
- 2021 Vidhan Sabha Election Result Live- অসমে বিজেপি, কেরলে বাম, দ্রাবিড় রাজনীতিতে স্ট্যালিনের ছক্কা
2021 Vidhan Sabha Election Result Live- অসমে বিজেপি, কেরলে বাম, দ্রাবিড় রাজনীতিতে স্ট্যালিনের ছক্কা

আজ পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের আরও চার রাজ্যে ভোটের গণনা। এই চার রাজ্য হল অসম, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরি। অসমে ১২৬ বিধানসভা আসনে হচ্ছে ভোট গণনা। তামিলনাড়ুতে মোট বিধানসভা আসন ২৩৪টি। কেরলে মোট বিধানসভা আসন ১৪০ এবং পদুচেরিতে মোট বিধানসভা আসন ৩০টি। এই সমস্ত রাজ্যের এই বিধানসভা আসনেও ভোট গণনা। করোনা আবহে এই ভোট গণনা নিয়ে প্রচুর বিধিনিষেধ জারি হয়েছে। মাদ্রাজ হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট- সকলেই গণনায় এবার নজিরবিহীন সব সিদ্ধান্তের কথা জানিয়েছে এবং এই সব নির্দেশ যাতে যথাযথভাবে পালন করা হয় তার জন্য নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
শুভেচ্ছা মোদীর
শুভেচ্ছা জানিয়েছেন নবীন পট্টনায়ক
জয়ের জন্য এমকে স্ট্যালিন ও পিনারাই বিজয়নকে শুভেচ্ছা জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।
সিবসাগর কেন্দ্র থেকে জয়ী অখিল গগৈ
জেল থেকে ভোটে দাঁড়িয়ে জিতলেন অসমের হেভিওয়েট প্রার্থী রাজোর দলের প্রেসিডেন্ট অখিল গগৈ। তিনি তাঁর প্রচার পর্বের পুরোটা জেলবন্দি ছিলেন। বিজেপি-র সুরভি রাজকানওয়ার ও কংগ্রেসকে হারালেন সুভমিত্রা গৈগকে। এই আসনটি ছিল কংগ্রেসের দখলে।
এক নজরে সন্ধ্যা ৭টা পর্যন্ত ফলাফল
কেরলে এলডিএফ জয়ী/এগিয়ে ৯৯টি আসনে। ইউডিএফ জয়ী/এগিয়ে ৪১টি আসনে। তামিলনাড়ুতে ডিএমকে, কংগ্রেস জোট জয়ী ১৫৬টি আসনে। এআইএডিএম-কে জয়ী/এগিয়ে ৭৮টি আসনে। পুদুচারিতে ৩০টি আসনের মধ্যে বিজেপি জোট জয়ী/এগিয়ে ১২টি আসনে। কংগ্রেস এগিয়ে ৬টি আসনে। অন্যান্যরা এগিয়ে ৪টি আসনে।
করোনাকালে উৎসবে নিষেধ বিজয়নের
দলের ঐতিহাসিক সফল্যের জন্য কেরলের বাসিন্দা ও দলীয় নেতা কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন পিনারাই বিজয়ন। তিনি জানিয়েছেন কেরলে দৈনিক আক্রান্তের পরিসংখ্যান ৩১ হাজারের বেশি।
পুদুচেরিতে ম্যাজিক ফিগারের কাছে বিজেপি জোট
পুদুচেরিতে ৩০টি আসনের মধ্যে বিজেপি জোট এগিয়ে ১৩টি আসনে, কংগ্রেস জোট সেখানে মাত্র ৬টি আসনে এগিয়ে। ১৬টি আসনে জিতলে মিলবে ম্যাজিক ফিগার।
রাহুলের অভিনন্দন
তামিলনাড়ুতে জয়ের জন্য এমসে স্ট্যালিন ও স্থানীয় বাসিন্দাদের অভিনন্দন জানালেন রাহুল গান্ধী।
জয়ী কেরলের স্বাস্থ্য মন্ত্রী
কেকে শৈলজা জয়ী হয়েছেন কেরলেরকোলাত্তুর বিধানসভা কেন্দ্র থেকে। দলের জয়ের জন্য কেরলবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
সরকার তৈরির পথে বিজেপি
অসমে সরকার গঠনের পথে বিজেপি। বিজেপি প্রার্থী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, গণনা চলছে। কিন্তু এখনও পর্যন্ত যে ফল পাওযা যাচ্ছে তাতে বিজেপির পক্ষেই জনমত স্পষ্ট দেখা যাচ্ছে।
জয়ী বিজেপির হেমন্ত বিশ্ব শর্মা
এক লক্ষেরও বেশি ভোটে জয়ী হেমন্ত বিশ্ব শর্মা।
কেরলে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী শ্রীধরণ হেরে গেলেন
২০১৯ লোকসভা নির্বাচনে সব জায়গায় জিতলেও, কেরল পুরো হতাশ করে বিজেপি-কে। এবার তাই সর্বশক্তি নিয়ে দেশের সবচেয়ে শিক্ষিত রাজ্যে ঝাঁপিয়েছিল বিজেপি। মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মেট্রো ম্যান' শ্রীধরণকে দাঁড় করিয়েছিল বিজেপি। কিন্তু সেই মেট্রোম্যান হেরে গেলেন। কেরলে বিজেপির আশার রেল লাইনচ্যুত হল।
বিজেপি জোটের ১৮ প্রার্থী, কংগ্রেস জোটের ৪ প্রার্থী জয়ী অসমে
বিজেপি জোটের ১৮ প্রার্থী, কংগ্রেস জোটের ৪ প্রার্থী জয়ী অসমে। জানাল নির্বাচন কমিশন। ১২৬ আসনের অসম বিধানসভায় বিজেপি ও তার শরিক দলরা এগিয়ে ৭৬টি আসনে। কংগ্রেস ও তার জোট সঙ্গীরা এগিয়ে ৪৯টি আসনে।
জয়ীদের অভিনন্দন জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং
তামিলনাড়ুতে বড় জয়ের দিকে এগিয়ে চলা ডিএমকে নেতা এমকে স্ট্য়ালিনকে অভিনন্দন জানালেন রাজনাথ সিং।
অসমে জয়ের মুখে দাঁড়িয়ে থাকা মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং।
অসমে ফের ক্ষমতায় ফেরার আনন্দে উচ্ছ্বসিত বিজেপি সমর্থকরা
অসমে ফের ক্ষমতায় আসতে চলেছে এনডিএ। বিজেপি, অসম গণ পরিষদ সহ বেশ কিছু দলের জোট ভাল ফল করছে। ১২৬ আসনের অসম বিধানসভায় এনডিএ এগিয়ে ৭৭টিতে, কংগ্রেস জোট এগয়ে ৪৮টি আসনে।
তামিলনাড়ুতে সরকার গড়ার পথে ডিএমকে, কংগ্রেস জোট
তামিলনাড়ুতে সরকার গড়ার পথে ডিএমকে, কংগ্রেস জোট। ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় ডিএমকে+কংগ্রেস জোট এগিয়ে ১৩৯টি-তে, সেখানে এআইএডিএমকে+বিজেপি জোট এগিয়ে ৯০টিতে।
কেরলে ক্ষমতায় ফেরা কার্যত নিশ্চিত বামেদের, বিজেপি শূন্যতে দাঁড়িয়ে
কেরলে ভোট গণনার মাঝ পর্যায়ে এসে বোঝা যাচ্ছে আবার ক্ষমতায় ফিরতে চলেছে বাম জোটের এলডিএফ। ১৪০ বিধানসভার কেরলে এলডিএফ এগিয়ে ৯৩টি-তে, যেখানে কংগ্রেস ও তাদের জোট শরিকদের ইউডিএফ ৪৩টি-তে এগিয়ে। শুরুতে ৩টি আসনে এগিয়ে থাকলে, বিজেপি এখন আর কোনও আসনে এগিয়ে নেই।
প্রকাশ কারাতের বার্তা
কেরলে গত ৪০ বছরে কোনও রাজনৈতিক দলই দ্বিতীয়বার কেরলের ক্ষমতায় ফিরতে পারেনি। কেরলে সিপিএম অভাবনীয় সাফল্যের জন্য দলীয় কর্মী ও কেরলবাসীকে শুভেচ্ছা জানান সিপিএম নেতা প্রকাশ কারাত।
কড়া নির্দেশ নির্বাচন কমিশনের
পাঁচ রাজ্যে ভোটের ফল প্রকাশে জমায়েতের বিরুদ্ধে লড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
এক নজরে পাঁচ রাজ্যের ভোট চিত্র
এক নজরে দেখে নিন পাঁচ রাজ্যের ভোট চিত্রঃ

তামিলনাড়ুতে পিছিয়ে খুসবু
তামিলনাড়ুতে পিছিয়ে অভিনেত্রী খুসবু সুন্দর। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। অন্যিদিকে এগিয়ে রয়েছেন ডিএমকে-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এমকে স্ট্যালিন।