জনতা কারফিউর দিন ওয়ার্ক ফ্রম হোম করেছেন। বিকেল ৫টায় করোনা যুদ্ধে তালি বাজিয়ে সামিল হলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
দেশ জুড়ে চলছে এখন জনতা কারফিউ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে ভাষণে এই আহ্বান করেছিলেন। তাঁর যুক্তি ছিল যেহেতু রবিবার থেকে ভারতে আসা করোনাভাইরাস তার দ্বিতীয় ধাপে প্রবেশ করবে। এই সময় এই ভাইরাস আরও বেশি শক্তিশালী হয় এবং দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। সেই কারণে প্রধানমন্ত্রীর যুক্তি ছিল রবিবার যদি মানুষ একে-একে অপরের মেলা-মেশা নাা করেন, কোনও জমায়েত না করেন তাহলে ভালো। এর জন্য তিনি জনতা কারফিউ-এর ভাবনা-কে সামনে আনেন। অনেকটা বনধের সময় স্বাভাবিক জীবনযাত্রায় যে অচলাবস্থা হয় তেমন একটা পরিস্থিতি। প্রধানমন্ত্রী জানিয়েছিলেন জনতা কারফিউ মানে মানুষ নিজেই নিজের উপরে কারফিউ বলবৎ করবে এবং নিজেকে ঘরবন্দি করে রাখবে। প্রধানমন্ত্রীর এি আবেদনে সাড়াও পড়ে। দেশজুড়ে তাই রবিবার সকাল থেকেই এক্কেবারে শুনসান রাস্তাঘাট। কলকাতাতেও কঠোরভাবে পালিত হচ্ছে জনতা কারফিউ।
জনতা কারফিউর দিন ওয়ার্ক ফ্রম হোম করেছেন। বিকেল ৫টায় করোনা যুদ্ধে তালি বাজিয়ে সামিল হলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
করোনা ভাইরাসের বিরুদ্ধে যারা লড়ছেন তাদের ট্যুইট করে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী।
বিকেল ৫ টায় পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে হাততালি দিয়ে করোনা যুদ্ধে সামিল হন স্পিকার ওম বিড়লা।
নোভেল করোনাভাইরাসের সংক্রমণ রুখতে গত বৃহস্পতিবার থেকেই আলাদা কন্ট্রোল রুম খুলেছে কলকাতা পৌরসভা। ওই কন্ট্রোল রুমের কাজ দেখভাল করছেন স্পেশ্যাল মিউনিসিপাল কমিশনার। করোনা মোকাবিলায় একই সঙ্গে একটি কুইক রেসপন্স টিমও তৈরি করা হয়েছে। রবিবার কেন্দ্রের সুপারিশ মেনে কলকাতা লক ডাউন করে দেওয়া হয়েছে। তাই শহর জুড়ে এই পরিস্থিতিতে কোনও ঝুঁকি নিতে চাইছেন না পৌরসভা কর্তৃপক্ষ।
২২ তারিখ মধ্যরাত থেকে ৩১ মার্চ পর্যন্ত শহরতলীর কয়েকটি ট্রেন পরিষেবা ছাড়া দূরপাল্লার ট্রেন বাতিল করেছে রেল মন্ত্রক।
ইতালিতে অব্যাহত করোনায় মৃত্যু মিছিল, গত ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৭৯৩ জন মানুষের। ইতালিতে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,৮২৫।
করোনাভাইরাসের সংক্রমণ রুখতে নতুন পদক্ষেপ নিল নবান্ন। স্টেশনে নামলেই ভিন রাজ্যের যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। বড় স্টেশনগুলিতে শনিবার রাত থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছে। করোনা উপসর্গ না থাকলেও কোয়ারেন্টাইন থাকার পরামর্শ দেওয়া হবে।
কলকাতা সহ রাজ্য়ে ক্রমেই লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তে সংখ্য়া। করোনা পরীক্ষা ৪৫০০ টাকার বেশি নয়, নির্দেশ বেসরকারি ল্যাবকে। এনএবিএল স্বীকৃতি থাকলে তারাই করোনা পরীক্ষা করতে পারবে। অপরদিকে করোনা মোকাবিলায় যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে তারা ঠিক করেছে, করোনাভাইরাস পরীক্ষার স্ক্রিনিং টেস্ট-এর জন্য ১৫০০ টাকা এবং চূড়ান্ত পরীক্ষার জন্য ৩০০০ টাকার বেশি কোনওভাবেই নেওয়া যাবে না। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ থেকে প্রকাশিত গাইডলাইনে এবিষয়ে বিস্তারিত বলা হয়েছ।
পাটনার হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ৩৮ বছরের যুবকের মৃত্যু।
ভারতে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৩৪১। জানাল দেশএর স্বাস্থ্যমন্ত্রক।
যে সিমলাতে কোনওভাবেই কোনওদিন পর্যটকের ঢল কমে না, সেখানে জনতা কারফিউ-তে ফাঁকা সিমলা
জনতা কারফিউ-এ এক্কেবারের শুনশান ছবি ইন্ডিয়া গেট থেকে শুরু করে সংসদ, বিজয় চক, সাউথ এবং নর্থ ব্লকে।
মহারাষ্ট্রে আরও ১০ জনের শরীরে মিলল করোনাভাইরাস সংক্রমণ। এই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছল ২৪-এ।
করোনা মোকাবিলায় পঞ্জাবে ঘোষণা করা হল লকডাউন।
করোনায় ষষ্ঠ মৃত্যু ভারতে। ফের মুম্বইতে করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে ৬৩ বছরের এক ব্যক্তির।
মণিপুরে শুনশান রাস্তা। ইম্ফলে জনতা কারফিউতে বিপুল সাড়া।
জনতা কারফিউ চলার মাঝেও দিল্লির শাহিনবাগে হিংসা, সিএএ প্রতিবাদী আন্দোলনে পুলিশকে লক্ষ্য করে পেট্রল বোমা এবং ইট-পাটকেল।
করোনার জেরে বাতিল হয়ে গেল কর্ণাটক-এর এসএসএলসি পরীক্ষা।
দিল্লিতে কড়া নজরদারি পুলিশের। জনতা কারফিউ-তে অধিকাংশ মানুষকে বাড়ি ফিরে যেতে বলা হচ্ছে।
ত্রিপুরার রাজধানী আগরতলায় শুনশান রাস্তা, প্রকাশ্যে দেখা মিলছে না কোনও মানুষের।