ক্লাসিক্যাল নৃত্যশিল্পী বৃতি গুজরাল চাইল্ড প্রডিজে পুরস্কার জিতেছিলেন। স্বাধীনতা দিবসের দিন "তেরি মিট্টি" গানের সঙ্গে তাঁর অসাধারণ নাচের পারফর্ম্যান্সের ভিডিও ভাইরাল হল।
- Home
- India News
- Live 75 Independence Day- এক নয়া ভারত গড়ার আহ্বান মোদীর, লালকেল্লায় একাধিক প্রকল্পের ঘোষণা
Live 75 Independence Day- এক নয়া ভারত গড়ার আহ্বান মোদীর, লালকেল্লায় একাধিক প্রকল্পের ঘোষণা

দেশজুড়ে চলছে ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন। ১৯৪৭-এর ১৫ অগাস্ট ইংরেজ শাসনের পরাধিনতার গ্লানি কাটিয়ে স্বাধীন হয়েছিল ভারত। কিন্তু, এই স্বাধীনতার বিনিময়ে ভারতকে হতে হয়েছিল ৩ ভাগ। আজ ভারত-সহ এই তিন দেশ হল পাকিস্তান, বাংলাদেশ। যদিও, পাকিস্তানের শাসনের আওতায় থাকা পূর্ব পাকিস্তান স্বাধীন দেশ বাংলাদেশ হিসাবে আত্মপ্রকাশ করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে। এবারের স্বাধীনতা দিবসে দেশজুড়ে উদযাপনের মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে। কারণ ভারতের স্বাধীনতা দিবস এবার ৭৫ বছরে পদার্পণ করল।
অসাধারণ নাচে দেশমাতৃকার বন্দনা
ইরান থেকে শুভেচ্ছা বিস্ময় বালিকার
রবিবার সারা ভারত যখন ৭৫তম স্বাধীনতা দিবস পালন করছে, তখন ইরান থেকে সন্তুরে জন গণ মন বাজিয়ে তাক লাগিয়ে দিল সেখানকার বিস্ময় বালিকা। ভিডিওটি ভাইরাল হয়েছে।
নিউ জলপাইগুড়ি স্টেশনে বিস্ফোরক
নিউ জলপাইগুড়ি স্টেশন চত্ত্বরে সকালেই ছড়িয়েছিল বোমাতঙ্ক। জানা গিয়েছে উদ্ধার হওয়া বস্তুটিতে বিস্ফোরক ছিল। বম্ব স্কোয়াডের পক্ষ থেকে বিস্ফোরকটি নিস্ক্রিয় করা হয়েছে।
জাতীয় পতাকা তুললেন জঙ্গির বাবা
জম্মু কাশ্মীরের পুলওয়ামার ত্রালের একটি সরকারি স্কুলে জাতীয় পতাকা তুললেন মৃত জঙ্গি বুরহান ওয়ানির বাবা মোজাফ্ফর ওয়ানি। ২০১৬ সলে বুরহানের মৃত্যুতে ৫ মাস ধরে আগুন জ্বলেছিল উপত্যকায়।
স্বাধীনতা দিবসে সঞ্জয় দত্তের শুভেচ্ছা
ভারতের নাগরিক হয়ে সঞ্জয় দত্ত গর্বিত, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন বলিউড স্টার সঞ্জয় দত্ত।
স্বাধীনতা দিবসে অজয় দেবগণের শুভেচ্ছা
প্রতিরক্ষা বাহিনীকে শ্রদ্ধা জানিয়ে পতাকার সামনে ভিন্ন লুকে অজয় দেবগণ, সকলকে শুভেচ্ছা জানালেন স্বাধীনতা দিবসের।
স্বাধীনতা দিবসে কাজলের শুভেচ্ছা
পরণে পতাকার সঙ্গে ম্যাচিং পোশাক, তিন রঙা কাজলের তিন পোস্টে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
৭৫ তম স্বাধীনতা দিবসে স্যান্ড আর্টিস্ট সুদর্শন পট্টনায়েকের শুভেচ্ছা
https://twitter.com/AsianetNewsBN/status/1426802558459277314?s=20
পুরির সৈকতে বালিশিল্পী সুদর্শন পট্টনায়েকের স্বাধীনতা দিবসের শিল্পকীর্তি
ছবিতে লাদাখে আইটিবিপি-র স্বাধীনতা দিবস উদযাপন
স্বাধীনতা দিবসে কিয়ারার শুভেচ্ছা
ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন বলিউড অভিনেত্রী কিয়ারা আডবানি।
কাঁথি বাসস্ট্যান্ডে ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়
https://twitter.com/AsianetNewsBN/status/1426780174045962247?s=20
কাঁথি বাসস্ট্যান্ডে ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তলন করলেন বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়
লাদাখে আইটিবিপি-র স্বাধীনতা সেলিব্রেশন
স্বাধীনতা দিবসে আইটিবিপি-র নিবেদন
রাজ্য বিজেপির হেডকোয়ার্টারে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ
https://twitter.com/AsianetNewsBN/status/1426779588185649156?s=20