সংক্ষিপ্ত
- ভারতে মহিলাদের বিরুদ্ধে অপরাধের মাত্রা বেড়েই চলেছে
- কঠোর আইন করেও তাতে লাগাম লাগানো যাচ্ছে না
- হায়দরাবাদের নারকীয় ঘটনায় তোলপাড় গোটা দেশ
- এই অবস্থায় অভিনব উদ্যোগ নিল পঞ্জাব পুলিশের
ভারতে মহিলাদের বিরুদ্ধে অপরাধের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এক অভিনব উদ্যোগ নিল পঞ্জাব পুলিশ। লুধিয়ানা শহরে কোনও ক্যাব না পেলে বিশেষ করে সন্ধ্যায় বা রাতে, এবার থেকে পুলিশই বিনামূল্যে মহিলাদের গন্তব্যে পৌঁছে দেবে।
সোমবার লুধিয়ানার পুলিশ কমিশনার রাকেশ আগরওয়াল জানিয়েছেন, 'একটি পুলিশ গাড়ি বিনামূল্যে তাদের বাড়ি বা অন্য গন্তব্যস্থলে পৌঁছে দেবে'। এর জন্য, পুলিশ বিশেষ হেল্পলাইন খুলেছে, যার নম্বর ১০৯১ এবং ৭৮৩৭০১৮৫৫৫। মহিলাদের এই দুটি নম্বরে ফোন করে গাড়ির জন্য অনুরোধ করতে হবে।
তবে এই পরিষেবা রাত ১০টা পর্যন্তই পাওয়া যাবে। তার বেশি দেরি হয়ে গেলে পুলিশের গাড়ির সহায়তা আর মিলবে না। সকাল ৬টা থেকেই এই পরিষেবা চালু করা হবে।
শুধু এই পরিষেবাই নয়, পুলিশ কমিশনার রাকেশ আগরওয়াল আরও জানিয়েছেন, মহিলারা সঙ্কটে পড়লে দ্রুত তাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য 'শক্তি' নামে একটি অ্যাপও চালু করেছে তারা।