সংক্ষিপ্ত
- প্রবল বৃষ্টিতে বানভাসি কেরল
- একাধিক এলাকায় ঘটলল ভুমিধস
- কেরলের মেপ্পাডি এলাকার ওয়ানাড়ে ঘটল ব্যপক ভূমিধসের ঘটনা
- ভূমিধসে বহু মানুষের হতাহতের আশঙ্কা করা হচ্ছে
গত বছরে কেরলের বন্যা যে ভয়াবহ আকার ধারণ করেছিল তার স্মৃতি এখনও অমলিন। ফের লাগাতার বৃষ্টির জেরে ব্যপক ভূমিধসের ঘটনা ঘটেছে কেরলের মেপ্পাডি এলাকার ওয়ানাড়ে। ভূমিধসের জেরে একাধিক মানুষের হতাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ওয়ানাড়ের স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, যে অঞ্চলে ভূমিধস নেমেছে সেটি একটি হাউসিং কলোনি। এই ঘটনার জেরে বহু মানুষের হতাহতের পাশাপাশি নিখোঁজ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা পর্ষদের তরফে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উদ্ধারকাজ। প্রশাসনিক সূত্রে এখনও পর্যন্ত কতজন হতাহত হয়েছেন সেই সংখ্যাটা নির্দিষ্ট করে বলা হয়নি।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে কেরলে ফের শুরু হয়েছে প্রবল। যার জেরে একাধিক জায়গায় ভূমিধসের ঘটনা প্রকাশ্যে এসেছে। এখনও পর্যন্ত বন্যার কারণে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রায় ৯৪৭৫ জন মানুষকে ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ।
জাতীয় বিপর্যয় মোকাবিলা পর্ষদের তরফে জানানো হয়েছে, তারা দুটি দললে ভাগ হয়ে গিয়ে উদ্ধারকার্যে হাত লাগিয়েছে। শেষ পাওয়া খবর অনুসারে জানা গিয়েছে, ৫৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।