05:11 PM (IST) Feb 27
Nagaland Assembly elections 2023 LIVE- বিকেল তিনটে পর্যন্ত ভোটের হার

নাগাল্যান্ড বিধানসভা ভোটে বিকেল ৩টা পর্যন্ত ৭৫.৪৯% ভোটার ভোট দিয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।

05:08 PM (IST) Feb 27
Meghalaya Vote Update- ভোটদান করলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী

মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা সোমবার পশ্চিম গারো পার্বত্য জেলার তুরাতে ভোট দিয়েছেন।

04:50 PM (IST) Feb 27
Meghalaya Vote Update- বিকেল তিনটে পর্যন্ত ভোটের হার

মেঘালয় নির্বাচনে বিকাল ৩টে পর্যন্ত ৬৩.৯১ শতাংশ ভোট রেকর্ড করা হয়েছে। বিভিন্ন জায়গায় করা হয়েছে পরিবেশ বান্ধব পোলিং বুথ। 

 

 

 

02:41 PM (IST) Feb 27
Meghalaya Vote Update- শিলংয়ে ভোট দিলেন মেঘালয়ের তৃণমূল প্রধান

তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি চার্লস পিংগ্রোপ শিলং-এ তার নির্বাচনী এলাকা নংথিম্মাইতে ভোট দিয়েছেন। দুপুর দেড়টা নাগাদ তিনি তাঁর নির্বাচনী অধিকার প্রয়োগ করেন।

02:35 PM (IST) Feb 27
Meghalaya and Nagaland Vote - দুপুর ১টা পর্যন্ত ভোটের হার

দুপুর ১টা পর্যন্ত মেঘালয় নির্বাচনে ৪৪.৭৩ শতাংশ এবং নাগাল্যান্ড নির্বাচনে ৫৭.০৬ শতাংশ ভোট পড়েছে। বাংলাদেশ ও মায়ানমার থেকে যাতে কেউ এখানে প্রবেশ না করতে পারে, সেজন্য ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা জারি করেছে কমিশন।

12:27 PM (IST) Feb 27
Nagaland Vote News: সকাল ১১ টা ৩৫.৭৬ শতাংশ ভোট

সকাল ১১ টা অবধি নাগাল্যান্ডে ভোট পড়েছে ৩৫.৭৬ শতাংশ। 
 

 

12:26 PM (IST) Feb 27
Meghalaya Election: সকাল ১১ টা অবধি ভোট পড়ল ২৬.৭০ শতাংশ

সকাল ১১ টা অবধি মেঘালয়ে ২৬.৭০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। 

 

 

11:20 AM (IST) Feb 27
Nagaland Election Update: ভোট দিলেন উপমুখ্যমন্ত্রী ইয়ানথাঙ্গো প্যাটন

নাগাল্যান্ডের টিয়ুইতে ভোট দিলেন উপমুখ্যমন্ত্রী ইয়ানথাঙ্গো প্যাটন

 

 

11:19 AM (IST) Feb 27
Meghalaya Nagaland Vote Latest updates: ভোট দিলেন বিজেপি-প্রধান আর্নেস্ট মাউরি

মেঘালয় বিধানসভা নির্বাচনে ভোট দিলেন বিজেপির প্রধান নেতা আর্নেস্ট মাউরি। 

 

 

10:17 AM (IST) Feb 27
Meghalaya Nagaland Assembly Election: সকাল ৯টা পর্যন্ত দুই জেলায় ভোটের পরিমাণে ৩ শতাংশের ফারাক

সোমবার সকাল ৯ টা পর্যন্ত মেঘালয়ে ভোট পড়েছে ১২.৯৬ শতাংশ। নাগাল্যান্ডে ভোট পড়েছে ১৫.৭৬ শতাংশ। 

08:57 AM (IST) Feb 27
PM Modi urges voters in Meghalaya and Nagaland Polls 2023: ভোট দেওয়ার আবেদন প্রধানমন্ত্রীর

Meghalaya and Nagaland election: সোমবার সকালে একটি টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  মেঘালয় এবং নাগাল্যান্ডের সমস্ত ভোটারকে রেকর্ড সংখ্যক ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। 

07:23 AM (IST) Feb 27
Meghalaya Nagaland Elections: দুই রাজ্যের ৫৯টি করে বিধানসভা আসনে ভোটগ্রহণ শুরু

আজকের নির্বাচনে মেঘালয়ে লড়ছেন মোট ৩৭৫ জন প্রার্থী। নাগাল্যান্ডে ১৮৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

12:03 AM (IST) Feb 27
দুই রাজ্যেই একটি করে আসনে বন্ধ ভোটগ্রহণ

উভয় রাজ্যে ৬০টি করে বিধানসভা আসন রয়েছে, তবে দুই রাজ্যে মাত্র ৫৯টি আসনেই ভোট হবে। নাগাল্যান্ডে একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি। এদিকে, ইউডিপি প্রার্থীর মৃত্যুর কারণে মেঘালয়ের সোহেয়ং বিধানসভা আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে।

12:02 AM (IST) Feb 27
ভোটের খুঁটিনাটি তথ্য

নাগাল্যান্ডে, ৬০ টি আসনের মধ্যে ৫৯টি এসটি শ্রেণীর জন্য সংরক্ষিত, আর একটি সাধারণ আসন। মেঘালয়ে, ৬০টি আসনের মধ্যে ৫৫ টি আসন এসটির জন্য সংরক্ষিত, আর পাঁচটি আসন সাধারণ শ্রেণীর জন্য।

12:02 AM (IST) Feb 27
কোন রাজ্যে কত ভোটার

নির্বাচন কমিশনের মতে, নাগাল্যান্ডে ১৩ লাখ ৯ হাজার ৬৫১ ভোটার এবং মেঘালয়ে ২১ লাখ ৬১ হাজার ১২৯ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

12:01 AM (IST) Feb 27
প্রথমবার কতজন ভোট দেবেন?

নির্বাচন কমিশনের মতে, নাগাল্যান্ডে প্রথমবারের মতো ভোটার সংখ্যা ৩০ হাজার ৪৯ জন। মেঘালয়ে প্রথমবারের মতো ভোট দেবেন ৮১ হাজার ৪৪৩ জন ভোটার।

12:00 AM (IST) Feb 27
মেঘালয় ও নাগাল্যান্ডে সকাল সাতটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ

নির্বাচন কমিশন জানিয়েছে, মেঘালয় ও নাগাল্যান্ডে সকাল সাতটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। যারা বিকাল ৫টা পর্যন্ত ভোটাররা সারিতে থাকবেন, তাদের ভোট দেওয়া পর্যন্ত ভোটগ্রহণ চলবে।