সংক্ষিপ্ত

ফের মর্মান্তিক মৃত্যু বায়ুসেনার সদস্যের

মধ্যভারতের ভেঙে পড়ল মিগ-২১ যুদ্ধবিমান

দুর্ঘটনার কারণ এখনও অজানা

শোক প্রকাশ করা হয়েছে বায়ুসেনার পক্ষ থেকে

ফের এক মন খারাপ করা খবর দিল ভারতীয় বায়ুসেনা (IAF)। বুধবার সকালে মধ্যভারতের এক জায়গায় 'মারাত্মক দুর্ঘটনার' সম্মুখীন হয়ে ভেঙে পড়ে একটি মিগ-২১ যুদ্ধবিমান। এই দুর্ঘটনায় এক পাইলটের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বায়ুসেনা।

আইএএফ-এর মধ্য ভারতের একটি এয়ারবেসে যুদ্ধ প্রশিক্ষণ অভিযান চলছে। সেই অভিযানে অংশ নিতেই যাচ্ছিল বিমানটি। পথেই এই দুর্ঘটনা ঘটে। বায়ুসেনার পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, এই দুর্ঘটনার ফলে মৃত্যু হয়েছে গ্রুপ ক্যাপ্টেন এ গুপ্তা-র। আইএএফ-এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা  হয়েছে। গ্রুপ ক্যাপ্টেন এ গুপ্তা-র পরিবারের সদস্যদের সমবেদনাও জানানো হয়েছে।

কীভাবে ও কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি। বায়ুসেনার পক্ষ থেকে বলা হেছে, দুর্ঘটনার কারণ নির্ধারণের জন্য একটি তদন্ত আদালত বসানোর আদেশ দেওয়া হয়েছে।

 

এটি ব্রেকিং নিউজ, বিস্তারিত আসছে...