সংক্ষিপ্ত
- বিহার নির্বাচনে প্রচারে বেরিয়েছিলেন রবীশঙ্কর প্রসাদ
- তাঁর সঙ্গে ছিলেন বিহারের আরও ২ মন্ত্রী
- পাটনা বিমানবন্দরে হেলিকপ্টার নামতে তা দুর্ঘটনায় পড়ে
- খবর চাউড় হয়ে যায় হেলিকপ্টারটি ভেঙে পড়েছে
হেলিকপ্টার ভেঙে পড়া নিয়ে গুজবে সংবাদমাধ্যমের সামনে এলেন কেন্দ্রীয়মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনি সাফ জানালেন- 'আমি এক্কেবারে ঠিক রয়েছি।' সেই সঙ্গে তাঁর হেলিকপ্টারে ঠিক কী ঘটনা ঘটেছিল তাও তিনি সংবাদমাধ্যমের সামনে নিয়ে আসেন। কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানান, শনিবার নির্বাচনী প্রচারে তিনি ঝাঞ্ঝরপুর-এ গিয়েছিলেন। হেলকপ্টারে করে তিনি পাটনা ফিরে আসেন। পাটনা বিমানবন্দরে তিনি হেলিকপ্টার থেকে নামার কিছুক্ষণের মধ্যেই একটি দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারের ব্লেড পাটনা বিমানবন্দরে থাকা একটি ছাউনির চালের সঙ্গে ধাক্কা খায়। রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই হেলিকপ্টার থেকে নেমে আসায় তাঁর আর কিছু হয়নি। তবে, দুর্ঘটনায় হেলিকপ্টারের ব্লেডগুলি পুরো তুবড়ে গিয়েছে।
রবিশঙ্কর প্রসাদের এই বয়ানের আগে অবশ্য খবর চাউড় হয়ে গিয়েছিল যে তাঁর হেলিকপ্টার ভেঙে পড়েছে। এর কিছুক্ষণ পরেই রবিশঙ্কর প্রসাদের অফিস থেকে টুইট করে জানানো হয় যে এই খবর সঠিক নয়। মন্ত্রী সুস্থ এবং নিরাপদে রয়েছেন। রবিশঙ্কর প্রসাদের অফিস থেকে আরও জানানো হয় যে হেলিকপ্টারের রোটোর ব্লেড গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই ঘটনা ঘটেছে বিমানবন্দরের হ্যাঙারে। ততক্ষণে অবশ্য রবিশঙ্কর প্রসাদ এবং তাঁর সঙ্গে থাকা বিহারের দুই মন্ত্রী হেলিকপ্টার থেকে নেমে গিয়েছিলেন।