সংক্ষিপ্ত

মকর সংক্রান্তির নিয়ে গোটা দেশ রয়েছে উৎসবের মেজাজে। সাগরমেলা থেকে কুম্ভমেলা সর্বত্রই লক্ষ মানুষের সমাগম।

 

1. কেন্দ্রীয়মন্ত্রী তথা বিজেপি নেতা নিতিন গড়করিকে হুমকি দেওয়ার ঘটনায় নাম জড়াল আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের। শনিবার নিতিন গড়করির অফিসে পরপর হুমকি টেলিফোন আসে। কেন্দ্রীয়মন্ত্রীর কাছে থেকে টাকা চাওয়ারও অভিযোগ উঠছে। এই ঘটনার তদন্তে নামে মহারাষ্ট্র পুলিশ। সূত্রের খবর এই ঘটনায় যে ব্যক্তি ফোন করেছে সে ডি-কোম্পানি অর্থাৎ দাউদ ইব্রাহিমের গ্যাং-এর সদস্য বলে নিজেকে দাবি করেছে। পাশাপাশি কেন্দ্রীয়মন্ত্রীর থেকে প্রায় ১০০ কোটি টাকা চেয়েছে বলেও পুলিশ সূত্রের খবর।

2.ওড়িশার কটকের মকর মেলায় পদদলিত হয়ে এক জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে ২০ জন। আহতদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। কটকে মকর মেলা উপলক্ষ্যে বাদাম্বা-গোপীনাথপুর টি-ব্রিজ এলাকায় প্রচুর মানুষ জড়ো হয়েছিল। সেখানেই ভিড়ের মধ্যে হুড়োহুড়িতে এই দুর্ঘটনা ঘটে।

3. ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি একক দল হিসেবে লড়াইয়ে থাকবে - এটা মনে করা ভুল। শনিবার নোবেল জয়ী অমর্ত্য সেন বলেছেন আসন্ন লোকসভা নির্বাচনে কয়েকটি আঞ্চলিক দল রীতিমত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। ৯০ বছরের অমর্ত্য সেন এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়ের প্রসঙ্গও উত্থাপন করেন। তিনি বলেন মমতার দেশের প্রধানমন্ত্রী হওয়ার ক্ষমতা রয়েছে। কিন্তু বিজেপির বিরুদ্ধ শক্তি হিসেবে মমতার গ্রহণযোগ্যতা এখনও যাঁচাই করা যায়নি।

4. নোবেল জয়ী অমর্ত্য সেন মনে করেন নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ বাস্তবায়নে দেশের সংখ্যালঘুদের ভূমিকা হ্রাস করতে পারে। পাল্টা তা সংখ্যাগরিষ্ট শক্তিকে উৎসাহিত করতে পারে। শনিবার পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে অমর্ত্য সেন বলেন, ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী সমাজের সকল শ্রেণির জন্য ন্যায্য রাজনীতি, জাতীয় পরিচয়ের একটি ভাল অনুভূতির জন্য সারা জীবন কাজ করেছিলেন। তিনি আরও বলেন, 'আমি যতদূর দেখতে পাচ্ছি বিজেপির অন্যতম উদ্দেশ্য সিএএ বাস্তবায়ন করে সংখ্যালঘুদের ভূমিকা হ্রাস করা ও তাদের কম গুরুত্বপূর্ণ করা। প্রত্যক্ষ ও ও পরোক্ষোভাবে ভারতে হিন্দু সংখ্যাগরিত্ব শক্তির ভূমিকা বৃদ্ধি করা।' তিনি আরও বলেন একই সঙ্গে এই দেশে সংখ্যালঘুদের সংখ্যা কমানোও তাদের উদ্দেশ্য।

5. ভারত জোড়ো যাত্রায় অঘটন। হাঁটতে হাঁটতেই হৃদরোগে আক্রান্ত হয় মৃত কংগ্রেস সাংসদ সান্তোখ সিংহ চৌধুরি। শনিবার সকালে পঞ্জাবের ফিল্লৌরে ঘটে এই ঘটনা। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়েছিলেন কংগ্রেস সাংসদ সান্তোখ সিংহ চৌধুরি। কর্মসূচির মাঝে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। সূত্রের খবর হাঁটতে হাটতেই হৃদরোগে আক্রান্ত হন কংগ্রেস সাংসদ। তাড়িঘড়ি তাঁকে নিকটবর্তী ফাগওয়ারার ভির্ক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

6.ফের একবার কেঁপে উঠল পাহাড়। শনিবার সকালে ভূমিকম্প হিমাচল প্রদেশে। ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.২। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী শনিবার ভোর ৫ টা ১৭ মিনট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় পাহাড়ে। ১৪ জানুয়ারি ভোরে হিমাচল প্রদেশের ধর্মশালা শহরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। সূত্রের খবর ধর্মশালার প্রায় ২২ কিমি এলাকা জুড়ে অনুভূত হয় এই ভূমিকম্প। কম্পনের তীব্রতা ছিল ৩.২ রিক্টার স্কেল এবং গভীরতা ছিল প্রায় ৫ কিলোমিটার। শনিবার সকালে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির পক্ষ থেকে এই মঈমে টুইট করে জানানো হয়।

7.শনিবার দিল্লি পুলিশ জানিয়েছে, করাত জাতীয় অস্ত্র দিয়েই কাটা হয়েছিল শ্রদ্ধা ওয়াকারের দেহ। এদিন দিন পুলিশ দিল্লির শ্রদ্ধা ওয়াকারের হাড়ের ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ করেছে। তাতেই পুলিশের দাবি শ্রদ্ধার দেহ করাতের মত অস্ত্র দিয়ে ৩৫টি টুকরো করা হয়েছিল। গত বছর শেষের দিকেই শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ড গোটা দেশে তোলপাড় ফেলে দিয়েছিল। শ্রদ্ধাকে তাঁর সহবাসসঙ্গী আফতাব আমিন পুনাওয়ালা হত্যা করেছিল বলে অভিযোগ। বর্তমানে আফতার জেলবন্দি।

8. ভারতের রাজনীতির গেম চেঞ্জার হতে পারেন রাহুল গান্ধী। এই অনুমান করছেন শিবসেনার নেতা ও উদ্ধব ঠাকরের ঘনিষ্ট হিসেবে পরিচিত সঞ্জয় রাউত। তিনি বলেছেন, রাহুল গান্ধীর নেতৃত্বের নতুন এই 'আভা' দেখা দিয়েছে , আর এই আভা যদি গোটা ২০২৩ সাল জুড়ে এই প্রবণতা অব্যাহত থআকে তাহলে দেশের আসন্ন লোকসভা নির্বাচনে রাজনৈতিক পরিবর্তন দেখা যেতে পারে। শিব সেনার মুখপত্র 'সামনা' পত্রিকার সাপ্তাহিক কমাল রোকথোক-এর রাহুল বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘৃণা ও বিভাজনের বীজ বপন করছেন- যা উচিৎ নয়। রাজ্যসভার সদস্য বলেন রাম মন্দির ইস্যু নিষ্পত্তি হয়েগেছে, তাই আর এই বিষয় নিয়ে ভোট চাওয়া যাবে না।

9. গঙ্গা বিলাসে রয়েছে ১৮টি ফাইভ-স্টার স্যুট। যার নদীর দিকে জানলা এক্কেবারে মেঝে থেকে ছাদ পর্যন্ত গ্লাস প্যানেলে ঢাকা। ফলে নদীর ৩৬০ ডিগ্রি দর্শন খালি চোখে সম্ভব। এর সঙ্গে রয়েছে ফাইভ-স্টার হোটেলের মতো আন্তর্জাতিকমানের ইন্টেরিয়র। যারমধ্যে স্যুটের ওয়াল থেকে শুরু করে বসার কুশন, সোফা, রিডিং টেবিল, বিছানা সবকিছু-ই মনে করিয়ে দেয় রাজকীয় আতিশয্যকে। ৫১ দিনে মোট ২৭টি নদী অতিক্রম করবে এই লাক্সারি রিভার ক্রুইজ। , তার মধ্যেই পড়বে ভাগিরথী ও হুগলি নদী। এরপর হুগলি নদীর মোহনা দিয়ে বাংলাদেশের জলসীমায় প্রবেশ ঘটবে গঙ্গা বিলাসের। সেখানে মেঘনার মধ্যে গিয়ে আরও বিভিন্ন নদী পার করে গঙ্গা বিলাস পৌঁছবে পদ্মায়। সেখান থেকে বিভিন্ন নদীপথ পার করে তা পৌঁছবে ব্রহ্মপুত্রে। এভাবেই গঙ্গা বিলাস পৌঁছবে ডিব্রুগড়ের কাছে নিমাতি ঘাটে।

10.গঙ্গাসাগরে শনিবার রাত পর্যন্ত মকর সংক্রান্তি উপলক্ষ্যে কয়েক লক্ষ পূর্ণার্থী পবিত্র স্নান করেছেন। শনিবার রাতে এক আধিকারিক জানিয়েছেন সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে দুই ভক্তের মৃত্যু হয়েছে। শুক্রবার মারা গিয়েছিলেন আরও এক জন। রাজ্যের বিদ্যুৎ ও ক্রীড়া দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস রয়েছেন গঙ্গাসাগর মেলার দায়িত্ব। তিনি সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন ৫ জানুয়ারি থেকে এপর্যন্ত প্রায় ৪০ লক্ষ তীর্থযাত্রী গঙ্গাসাগর মেলায় এসেছেন। তাদের অনেকেই ইতিমধ্যেই বাড়ি ফিরে গেছেন।