সংক্ষিপ্ত
- বাজারে আসতে চলেছে নতুন ২০ টাকার নোট
- শীঘ্রই বাজারে ছাড়া হবে নতুন এই কুড়ি টাকার নোট
- পুরনো নোটের তুলনায় নতুনটির আকার অনেকটাই আলাদা
- রঙের ক্ষেত্রেও রয়েছে পরিবর্তন
অবশেষে বাজারে আসতে চলেছে নতুন ২০ টাকার নোট। আরবিআই তথা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে খবর, শীঘ্রই বাজারে ছাড়া হবে নতুন এই কুড়ি টাকার নোট। আর এবার বাজারে জায়গা করে নিতে চলেছে নতুন ২০ টাকার নোট।
আরবিআই সূত্রে খবর, নতুন এই কুড়ি টাকার নোটটি বর্তমানের থেকে একেবারেই আলাদা। আকৃতি-দৈর্ঘ- প্রস্থ এবং রঙ-সবদিক থেকেই একেবারই আলাদা। কুড়ি টাকার নতুন এই নোটে হলুদ এবং সবুজ রঙের একটি মিশেল তৈরি করা হয়েছে। নোটের উল্টো পিঠে ভারতের ঐতিহ্যপূর্ণ ইলোরা গুহাচিত্রের ছবি রয়েছে।
পুরনো নোটটির সঙ্গে যদি নতুন নোটটি তুলনা করে দেখা হয়, তাহলে দেখা যাবে পুরনোটির থেকে নতুনটি ২০ শতাংশ ছোট। নতুন কুড়ি টাকার নোটটির মাপ হবে ৬৩X১২৯ মিলিমিটার। তবে নতুন কুড়ি টাকার নোট বাজারে আসার পাশাপাশি পুরনো নোটটিও যে একইভাবে কার্যকর থাকবে সেই বিষয়টিও নিশ্চিত করে রিজার্ভ ব্যাঙ্ক।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর এযাবৎ অনেকগুলি নতুন টাকার নোট বাজারে প্রকাশ করা হয়েছে, যার মধ্য রয়েছে নতুন ২০০০, ৫০০, ২০০, ১০০, ৫০ এবং ১০ টাকার নোট। এর মধ্যে পুরনো ৫০০ টাকা বাদে ১০০, ৫০ ও ১০ টাকার নোট বাজারে বৈধ।