১৫ এপ্রিল থেকে দেশজুড়ে নতুন নিয়মে দেওয়া হবে পেনশন, বাড়বে আয়, মিলবে আর কি কি সুবিধা?
দেশজুড়ে চালু হচ্ছে নতুন পেনশন নিয়ম, যেখানে বয়স্ক নাগরিক, বিধবা ও প্রতিবন্ধীরা বিশেষ আর্থিক সুবিধা পাবেন। ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই প্রকল্পে EPRO ও NPS সুবিধাভোগীরা বাদে দরিদ্রসীমার নিচে থাকা মানুষেরা উপকৃত হবেন।
- FB
- TW
- Linkdin
)
নতুন পেনশন ব্যবস্থা
দেশজুড়ে নতুন পেনশন নিয়ম কার্যকর হতে চলেছে। যারা বয়স্ক নাগরিক, বিধবা এবং প্রতিবন্ধী তারা এবার পাবেন বিশেষ আর্থিক সুবিধা।
কবে থেকে চালু হবে
১৫ এপ্রিল থেকে চালু হবে এই ব্যবস্থা। নয়া নিয়ম চালু করতে মোদী সরকার। উন্নয়নের স্বার্থে আনা হচ্ছে এই পরিবর্তন।
কেন নতুন নিয়ম
নতুন পেনশন বিধি অনুসারের পিছনে নির্দিষ্ট লক্ষ্য আছে। এই পেনশন ব্যবস্থাকে আরও ন্যায়সঙ্গত এবং দক্ষ বন্টন করার জন্য এই পদ্ধতি চালু করা হচ্ছে।
কাদের জন্য পেনশন
এই পেনশন ব্যবস্থা চালু হচ্ছে সমাজের প্রবীণ নাগরিক, বিধবা মহিলা এবং প্রতিবন্ধীদের জন্য। যারা সমাজে দরিদ্র্যসীমার নীচে কারা পাবেন এই সুবিধা।
অন্যান্য সুবিধা
যাদে EPRO এবং NPS-র মতো অন্যান্য পেনশন প্রকল্পের সুবিধা নেই তারা এই সুবিধা পাবেন। এই নয়া প্রকল্প দ্বারা লক্ষ লক্ষ মানুষ সুবিধা পাবেন।
বয়সের সীমা
এক্ষেত্রে আছে বয়সের মানদণ্ড। প্রবীণ নাগরিকের বয়স ৬০ হতে হবে এবং বিধবা মহিলার বয়স ১৮ বছর এবং তার বেশি হতে হবে। তেমনই প্রতিবন্ধী ব্যক্তিকে কর্তৃপক্ষ কর্তৃত অনুমোদিত ৪০ শতাংশ বা তার বেশি প্রতিবন্ধী হতে হবে।
কী কী বিশেষ ব্যবস্থা-
এবার থেকে সকালের পেনশন বাড়বে।
আধার এবং মোবাইল ওটিপি ব্যবহার করে আবেদন এবং যাচাই করা যাবে।
ট্র্যাকিংয়ের জন্য একটি নতুন ডিজিটাল পেনশন পোর্টাল চালু হয়েছে।
বাড়তি সুবিধা-
তেমনই ৭ তারিখের মধ্যে পেনশন ঢুকবে। ৮০ বছরের বেশি বয়সীদের জন্য অতিরিক্ত আর্থিক সহায়তা মিলবে। ট্রান্সজেন্ডাররা বিশেষ সুবিধা পাবেন।
ডিজিটাল পেনশন
১৫ এপ্রিল চালু হচ্ছে সরকারি ডিজিটাল পেনশন। আপনার আধার নম্বর ও মোবাইলে আসা ওটিপি দ্বারা অনলাইনে রেজিস্টার করুন।
আবেদন পদ্ধতি
এই পেনশনের জন্য আবেদন করতে বলে আপনার গ্রাম পঞ্চায়েত বা নগর স্থানীয় সংস্থা অফিসে যোগাযোগে করুন। অনলাইনে আবেদন করতে পারবেন।