ভিডিও পোস্ট করে কংগ্রেসের পক্ষ থেকে আক্রমণ শানানো হয়। বলা হয়, এই কান্নার জবাব কি ভারতের মোদী সরকার দিতে পারবে। 

ইউক্রেনের ভারতীয় পড়ুয়াদের স্থানান্তরিত করা নিয়ে ফের শুরু রাজনৈতিক তরজা। কংগ্রেসের একটি পোস্টে বেশ বিপাকে দল। সেই পোস্টে তৈরি হওয়া বিতর্ককে হাতিয়ার করেছে বিজেপি। ইউক্রেনে (Ukraine) ভারতীয় পড়ুয়াদের )Indian Student) কোনও সাহায্যই মোদী সরকার (Modi Govt) করছে না। এক ভারতীয় পড়ুয়ার (Student) এই ভিডিও পোস্ট (Video Post) করে কংগ্রেস (Congress)। সেখানে ওই পড়ুয়াকে বলতে শোনা যায় যে সে ও তার বন্ধুরা ১০ ঘন্টা ধরে ইউক্রেনের সীমান্তে দাঁড়িয়ে। কোনও ভারতীয় আধিকারিক তাঁদের সাহায্যের জন্য এগিয়ে আসেনি। যখনই তারা সাহায্য প্রার্থনা করছে, তখনই নাকি তাদের শুধু আশ্বাস দেওয়া হচ্ছে যে ভারতীয় অফিসাররা রয়েছেন। 

এরপর ওই ভিডিওতে ছাত্রটিকে কাঁদতে দেখা যায়। সে জানায় শুধু আশ্বাসই মিলছে গত ১০ ঘন্টা ধরে। কোনও ভারতীয় আধিকারিকের দেখা মেলেনি। এরকম অবস্থার মধ্যে পড়ার থেকে তো ইউক্রেনে থেকে মরে যাওয়া ভালো ছিল। এই ভিডিও পোস্ট করে কংগ্রেসের পক্ষ থেকে আক্রমণ শানানো হয়। বলা হয়, এই কান্নার জবাব কি ভারতের মোদী সরকার দিতে পারবে। দেশের এই সন্তানদের অসহায় অবস্থার জন্য দায়ী মোদী সরকার। কারণ যখন এই পড়ুয়ারা প্রাণ বাঁচানোর জন্য কাতর আবেদন করছে, তখন প্রধানমন্ত্রী মোদী নির্বাচনী প্রচার ব্যস্ত। 

Scroll to load tweet…

এর পালটা আরেকটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে ওই একই পড়ুয়াকে মোদী সরকারকে ধন্যবাদ দিতে দেখা যায়। সে বলে মোদীকে ধন্যবাদ তাঁদের নিরাপদে ভারতে ফিরিয়ে আনার জন্য। পড়ুয়ার ধন্যবাদজ্ঞাপন ভিডিও হাতিয়ার করে আরেকটি টুইট করা হয়। সেখানে বিদেশমন্ত্রকের কিছু ব্রিফিংয়ের স্ক্রিনশট তুলে বলা হয়েছে রাহুল গান্ধী তামিলনাড়ুতে সমাবেশ করতে এতটাই ব্যস্ত যে তিনি বিদেশমন্ত্রকের প্রেস ব্রিফিংও চেক করেননি, সংসদীয় প্যানেলে সরকারের আপডেটও চেক করেননি। অন্তত তাঁর নিউজ হ্যান্ডেল চেক করা উচিত ছিল।
প্রতিদিন নিজেকে বোকা বানাবেন কেন? 

Scroll to load tweet…

সবমিলিয়ে তরজা শুরু হয়েছে জোর। এদিকে, মঙ্গলবার খারকিভে রুশ সেনার হামলায় ভারতীয় পড়ুয়ার মৃত্যু নিয়ে মোদী সরকারকে আক্রমণ করে কংগ্রেস। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা এদিন টুইট করে বলেন কর্ণাটকের যে পরিবারগুলি আপনার সরকারের সংবেদনশীলতার কারণে তাদের সন্তান হারিয়েছে তাদের আপনি কী বলবেন? #UkraineRussiaWor এর মধ্যে প্রতি মুহুর্তে কুড়ি হাজার ভারতীয়ের জীবন ঝুঁকির মধ্যে। আর আপনি এই সব করতে ব্যস্ত? হাজার হাজার শিশুকে নিরাপদে আনার দায়িত্ব কার?

এদিন মুখ খোলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। তিনি টুইট করে লেখেন ভারতীয় ছাত্র নবীনের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। নবীনের পরিবারের প্রতি সমবেদনা। এখন প্রত্যেকটা মুহুর্ত গুরুত্বপূর্ণ। ভারতীয়দের যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে সরিয়ে আনার ক্ষেত্রে মোদী সরকারের কোনও স্ট্র্যাটেজিক প্ল্যান কি আদৌও রয়েছে। সরকারকে আরও সতর্ক হতে হবে।