- মঙ্গলবার লোকসভা ও রাজ্যসভা মিলিযে যৌথ অধিবেশন হচ্ছে
- কংগ্রেস-সহ বিরোধী দলগুলি এই অধিবেশন বয়কট করল
- আম্বেদকরের মূর্তির সামনে সংবিধান পাঠ করলেন সনিয়া
- মহারাষ্ট্রে অসাংবিধানিক উপায়ে সরকার গঠনের প্রতিবাদেই বিরোধীদের এই পদক্ষেপ
মঙ্গলবার সংবিধান দিবস উপলক্ষ্যে লোকসভা ও রাজ্যসভা মিলিযে যৌথ অধিবেশন হচ্ছে সংসদে। বক্তব্য রেখেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী প্রমুখ। অথচ কংগ্রেস-সহ অধিকাংশ বিরোধী দলগুলিই এই বিরল অদিবেশন বয়কট করল। বাইরে আম্বেদকরের মূর্তির সামনে তাঁরা অভিনব উপায়ে সংবিধান দিবস পালন করলেন। বলা যেতে পারে একইসঙ্গে বিরোধীরা রথও দেখলেন, আবার কলাও বেচলেন।
President Ram Nath Kovind addresses the Parliament: I convey my warm greetings on the occasion of 70th anniversary of the adoption of the ‘Constitution of India’, to all of you, and to all our fellow citizens in India and abroad. #ConstitutionDay pic.twitter.com/08eTc69ljz
— ANI (@ANI) November 26, 2019
Prime Minister Narendra Modi in Parliament: I pay tribute to all those who lost their lives in the 26/11 terror attack in Mumbai. pic.twitter.com/Ak9J18XBxe
— ANI (@ANI) November 26, 2019
এদিন মহারাষ্ট্রে 'অসাংবিধানিক' উপায়ে বিজেপি-র সরকার গঠনের প্রতিবাদ জানিয়ে কংগ্রেস, তৃণমূল-সহ বেশ কয়েকটি বিরোধী দল সংসদের সেন্টার হলে আয়োজিত যৌথ অধিবেশন বয়কট করলেন। বদলে তাঁরা সংবিধান দিবস পালন করলেন নিজেদের মতো করে, সংসদ চত্ত্বরে সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের মূর্তির সামনে।
উপস্থিত ছিলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী-সহ রাহুল গান্ধী, গুলাম নবি আজাদ, একে অ্যান্টনি-সহ তাবড় কংগ্রেস নেতারা। সেখানে বিরোধী দলনেতাদের সামনে সংবিধান পাঠ করেন সনিয়া। সংবাদ সংস্থা এএনআই-কে কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, মোদী সরকার একহাতে সংবিধা লঙ্ঘন করছে আরেক হাতে সংবিধান দিবস পালন করছে। আম্বেদকরের মূর্তির সামনে এরই প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা।
#WATCH #ConstitutionDay: Congress interim President Sonia Gandhi reads a copy of Indian Constitution in front of the Ambedkar Statue in the Parliament. Leaders of Opposition parties are protesting in Parliament premises today, opposing govt formation in Maharashtra by BJP. pic.twitter.com/5QQiN7TMvh
— ANI (@ANI) November 26, 2019
তবে, প্রশ্ন উঠছে, যৌথ অধিবেশনে যেখানে রাষ্ট্রপতি ভাষণ দিলেন, সেখানে বিরোধীদের অনুপস্থিতিও কি সাংবিধানিক কাঠামোয় আঘাত নয়? প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মতে একেবারেই নয়। তিনি জানিয়েছেন, বর্তমান প্রতিষ্ঠান সংবিধানের বিধি মানছে না এটা সকলকে মনে করিয়ে দিচ্ছেন তাঁরা।
Former Prime Minister & Congress leader Dr. Manmohan Singh on Opposition boycotting joint session of Parliament on #ConstitutionDay: It is not a disservice to the Constitution. It's reminder to everyone that the constitutional norms are being violated by the present establishment pic.twitter.com/9yH8r0p7Jt
— ANI (@ANI) November 26, 2019
Last Updated 26, Nov 2019, 1:15 PM IST