সংক্ষিপ্ত

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এদিন মন কি বাত অনুষ্ঠানে তিনি নেতাজির কথা তোলেন। এদিন মোদী সুভাষচন্দ্রের গোমে যাত্রার কথা উত্থাপন করেন।

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) মন কি বাত (Maan Ki Baat) অনুষ্ঠান সুভাষ চন্দ্র বসু থেকে নির্বাচন কমিশন-সব একাধিক বিষয় উত্থাপন করেছেন। সাধারণ প্রতি মাসের রবিবার মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে তিনি ভারতবাসীর সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। মাসিক রেডিও অনুষ্ঠানে নানা বিষয় নিয়ে কথা বলেন। কিন্তু জানুয়ারি মাসের শেষ রবিবার ২৬ জানুয়ারি, সাধারণতন্ত্র দিবস। তাই মাসের তৃতীয় রবিবারই মন কি বাত অনুষ্ঠান ভাষণ দেন নরেন্দ্র মোদী।

আর কয়েক দিন পরেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এদিন মন কি বাত অনুষ্ঠানে তিনি নেতাজির কথা তোলেন। এদিন মোদী সুভাষচন্দ্রের গোমে যাত্রার কথা উত্থাপন করেন। তিনি বলেন, 'এক মুহূর্তের জন্য সেই দৃশ্যটি মনে মনে ভাবুন। জানুয়ারি মাসের কলকাতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন চরম পর্যায়ে। ভারতেও ব্রিটিশদের বিরুদ্ধে রাগ-ক্ষোভ চরমে পৌঁছে গিয়েছে। তাই শহরের প্রতিটি কোনায় কোনায় পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। বিশেষ করে শহরে একটি বাড়ির দিকে পুলিশের নজর আরও বেশি। তারই মধ্যে রাতের অন্ধকারে একটি লম্বা ঝুলের খয়েরি রঙা কোট, প্যান্ট এবং মাথায় কালো টুপি পরে ওই বাড়ি থেকে বেরিয়ে এলেন এক জন। উঠে বসলেন গা়ড়িতে। কড়া পুলিশি নজরদারির বেশ কয়েকটি চেকপয়েন্ট পার করে গাড়িটি গিয়ে পৌঁছল গোমো রেল স্টেশনে।' মোদী নেতাজির স্মৃতিচারণ করতে গিয়ে জানিয়ে দেন গোমো বর্তমাতে ঝাড়খণ্ডের মধ্যে পড়ে। তিনি আরও বলেন, নেতাজি আফগানিস্তান হয়ে ইউরোপে পৌঁছে যান। সেখান থেকেই ব্রিটিশ রাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তিনি আরও বলেন, 'এই কাহিনি আপনাদের কাছে কোনও সিনেমার মতো মনে হতে পারে। তাঁর এই অসীম সাহসিকতার কথায় আপনারা হয়তো অবাক হচ্ছে। এই ব্যক্তি আর কেউ নন, তিনি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু।' মোদী সরকার ২০২১ সাল থেকে নেতাজিকে শ্রদ্ধা জানাতে প্রতি বছরই ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনটিকে পরাক্রম দিবস হিসেবে পালন করে।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচন কমিশন প্রসঙ্গেও কথা বলেন। তিনি নির্বাচন কমিশনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, 'দীর্ঘ দিন ধরেই নির্বাচন কমিশন আমাদের নির্বাচনী প্রক্রিয়াকে আধুনিক করার জন্য একের পর এক প্রযুক্তির ব্যবহার করে চলেছে। যা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। '

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।