সংক্ষিপ্ত
কোভিড পর্যালোচনা বৈঠকে প্রধানমন্ত্রী কোভিড-ক্লাস্টর নিয়ন্ত্রণের ওপর বিশেষ জোর দিয়েছেন। সক্রিয় নজরদারি অব্যাহত রাখতে পরামর্শ দিয়েছেন। রাজ্যগুলিকে প্রয়োজনীয় প্রযুক্তিগত সাহায্য প্রদান করার কথা বলেছেন। সংক্রমণ রুখতে মাস্ক ব্যবহার ও নিরাপদ শারীরিক দূরত্ব বিধি মেনে চলার ওপর বিশেষ জোর দেন তিনি। প্রধানমন্ত্রী এদিন বলেছেন প্রয়োজনে মুখ্যমন্ত্রীদের সঙ্গেও তিনি বৈঠক করবেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) দেশের করোনা পরিস্থিতি নিয়ে রবিবার পর্যালোচনা বৈঠক করেন। ওনমিক্রনের (Omicron) কারণে দেশে করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্য পরিকাঠামো,ওষুধ অক্সিজেন সরবরাহের প্রস্তুতি, দেশে টিকা অভিযান- সবকিছু খতিয়ে দেখতে বৈঠক করেন। একই সঙ্গে ওমিক্রনের কারণে যে দেশে কোভিড-১৯ (Covid-19) আক্রান্তের সংখ্যা বাড়ছে তাও মূল্যায়ন করেন।
স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে দেওয়া রিপোর্টে বলা হয়েছে, শুধু ভারত নয় গোটা বিশ্বেই কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। ভারতের কোভিড ১৯ নিয়ে উদ্বের কারণে আগে থেকেই রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছিল। আক্রান্তের সংখ্যা বাড়ছে। পাশাপাশি কোভিড ১৯ পিজিটিভিটি রেটও বেশ উদ্বেগজনক। পরিস্থিতি মোকিবিলায় রাজ্যগুলিকে কেন্দ্রীয় সরকারের গৃহীত কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।
ইমর্জেন্সি কোভিড রেসপন্স প্যাকেডের অধীনে স্বাস্থ্য পরিকাঠামো, পরীক্ষা ক্ষমতা, অক্সিজেন, আইসিইউ শয্যা কোভিডের জন্য প্রয়োজনীয় ওষুধ স্টক আপগ্রেড করার জন্য রাজ্যগুলিকে সবরকম সাহায্য করা হচ্ছে। এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জেলা পর্যায়ের স্বাস্থ্য পরিকাঠামো বাড়ানোর ওপর বিশেষ জোর দেন। কেন্দ্রীয় আধিকারিকদের রাজ্যের আধিকারিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি মোকাবিলার ব্যবস্থা করতে পরামর্শ দিয়েছেন। এদিনের বৈঠকে টিকা নিয়েও বিস্তারিত রিপোর্ট দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সরকারি অধিকর্তা জানিয়েছেন আগামী ৭ দিনের মধ্যে দেশের ৩১ শতাংশ কিশোর কিশোরী টিকা পেয়ে যাবে।
কোভিড পর্যালোচনা বৈঠকে প্রধানমন্ত্রী কোভিড-ক্লাস্টর নিয়ন্ত্রণের ওপর বিশেষ জোর দিয়েছেন। সক্রিয় নজরদারি অব্যাহত রাখতে পরামর্শ দিয়েছেন। রাজ্যগুলিকে প্রয়োজনীয় প্রযুক্তিগত সাহায্য প্রদান করার কথা বলেছেন। সংক্রমণ রুখতে মাস্ক ব্যবহার ও নিরাপদ শারীরিক দূরত্ব বিধি মেনে চলার ওপর বিশেষ জোর দেন তিনি। প্রধানমন্ত্রী এদিন বলেছেন প্রয়োজনে মুখ্যমন্ত্রীদের সঙ্গেও তিনি বৈঠক করবেন।
এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যন্ত গ্রামে স্বাস্থ্য পরিষেবা যাতে সহজে পৌঁছে যায় তার জন্য টেলিমেডিসিন ব্যবহারের প্রয়োজনীয়তার কথাও বলেন। পাশাপাশি কোভিড ১৯ মোকাবিলায় স্বাস্থ্য কর্মীদের নিরলস প্রচেষ্টার কথা তুলে ধরেন। ফ্রন্টলাইন কর্মীদের জন্য সতর্কতামূলক টিকার ডোজের ওপরও জোর দিয়েছেন তিনি। এদিনের বৈঠকে অমিত শাহ, মনসুখ মাণ্ডব্য, সহ প্রথম সারির কেন্দ্রীয় মন্ত্রীসহ নীতি আয়োগের প্রথম সারির সদস্য, স্বাস্থ্য সচিব ও উর্ধতন আমলারা উপস্থিত ছিলেন। ভার্চুয়াল মাধ্যমে এই বৈছক হয়।
'সাধের গোঁফ' কামাতে রাজি নয়, তাতেই চাকরি নিয়ে টানাটানি পুলিশ কনস্টেবলের
PM Modi Security Lapse: পঞ্জাবে প্রধানমন্ত্রী মোদীর নিরাপত্তা, সোমবার সুপ্রিম কোর্টে মামলার শুনানি