সংক্ষিপ্ত
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine war) নিয়ে কথা বলেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। তিনি পুতিনকে আলোচলার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছিলেন। অন্যদিকে ইউক্রেনের ভারতীয় রাষ্ট্রদূত ইগোর পোলিখাও যুদ্ধের ইস্যুতে ভারতের হস্তক্ষেপ চেয়েছিলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) আজ কথা বলতে পারেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির (Volodymyr zelensky) সঙ্গে। তেমনই জানিয়েছে সরকারি সূত্র। টেলিফোনে তিনি কথা বলতে পারেন বলেও মনে করেছে সরকারি আধিকারিকরা। সোমবার সকালেই প্রধানমন্ত্রী ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বলতে পারে। যুদ্ধ বিরতির পাশাপাশি রুশ হামলার বিধ্বস্ত ইউক্রেনের পরিস্থিতির পাশাপাশি সেদেশে আকটে পড়া ভারতীয় পড়ুয়াদের উদ্ধার নিয়ে কথা হতে পারে বলেও মনে করছে অভিজ্ঞ মহল।
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine war) নিয়ে কথা বলেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। তিনি পুতিনকে আলোচলার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছিলেন। অন্যদিকে ইউক্রেনের ভারতীয় রাষ্ট্রদূত ইগোর পোলিখাও যুদ্ধের ইস্যুতে ভারতের হস্তক্ষেপ চেয়েছিলেন। তিনি বলেছিলেন ভারত একটি শক্তিশালী দেশ। তাই তার স্পষ্ট মতামথ থাকা অত্যান্ত জরুরি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা প্রভাব প্রতিপত্তি তাতে তিনি এই যুদ্ধ বন্ধ করতে পারবেন বলেও আশা প্রকাশ করেছে অনেক ইউক্রেনীয়।
তবে এখনও পর্যন্ত রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে ইউক্রেনের বেশ কয়েকটি শহরে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন রাশিয়া ইউক্রেনে (Russian-Ukraine)লক্ষ্য পুরণ করবে। ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়ের ম্যাক্রোঁ ও তুরস্কের প্রধান এদোরগানের সঙ্গে কথা বলার সময় এমনটাই জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (ladimir Putin)। যুদ্ধের ১১তম দিনেও (11 Days) প্রবল ধ্বংসলীলা দেখার পরেই ইউক্রেন থেকে পিছিয়ে আসতে রাজি নন পুতিন। এদিন তাঁর কথাতেই তা স্পষ্ট হয়ে গেছে। এখনও পর্যন্ত ইউক্রেনের ৩৫১ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। রাশিয় দাবি করেছে ৪৯৮ জন রুশ সেনার মৃত্যু হয়েছে। রাষ্ট্র সংঘের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী প্রায় দেড় কোটিরও বেশি মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়ে গেছে। পোল্যান্ড, রোমানিয়া, মলদোভার শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে প্রচুর মানুষ। অন্যদিকে ইউক্রেন যুদ্ধের প্রতিবাদ জানানোর জন্য এখনও পর্যন্ত রাশিয়া ১১০০ জনকে আটক করেছে।
রবিবার পুতিন ফরাসি প্রসেডিন্টে ইমানুয়ের ম্যাক্রোর সঙ্গে কথা বলেছেন। তিনি মারিউপোল ইস্যুতে ইউক্রেন সরকারকেই দাবি করেছেন। এই শহর থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে যেতে কিয়েভ ব্যার্থ হয়েছে বলেও অভিযোগ তাঁর। গতকালই এই শহরে পাঁচ ঘণ্টার যুদ্ধ বিরতি ঘোষণা করেছিল রুশ সেনা। অন্যদিকে এদিন পুতিন জানিয়েছেন রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ চুল্লিতে হামলার কোনও পরিকল্পনা নেই। অন্য়দিকে তিনি এদিন তুরস্কের প্রেসিডেন্ট এদোরগানের সঙ্গে টেলিফোনে কথা বলেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন যুদ্ধ তখনই থামবে যখন ইউক্রেন সামরিক পদক্ষেপ নেওয়া বন্ধ করবে। কিয়েভ মস্কোর সমস্ত দাবি মেনে নিলেই যুদ্ধ বন্ধ হয়ে যাবে বলেও পুতিন জানিয়েছেন। আগেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট মস্কোতে রাশিয়ার প্রসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করেন। সেখান থেকে তিনি ইউক্রেন যান। কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে। তারপরই তিনি দেশে ফেরেন। তিনি জানিয়েছেন শান্তি স্থাপনের জন্য তিনি একটি চেষ্টা করেছিলেন। এটি তাঁর নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে বলে তিনি চেষ্টা করেছিলেন।
রাশিয়া ও ইউক্রেনের সমস্যা সমাধানের জন্য দুই দেশের প্রতিনিধি দল এপর্যন্ত দুটি বৈঠক করেছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও সমাধান সূত্র পাওয়া যায়নি। তৃতীয় দফার বৈঠক অনুষ্ঠীত হবে ৭ মার্চ অর্থাৎ সোমবার। তবে এখনও পর্যন্ত ইউক্রেনের ওপর নো-ফ্লাই জোন ইস্যুতে দুই দেশের মধ্যে বিবাদ বাড়ছে। জেলেনস্কি ইউক্রেনের ওপর নো-ফ্লাইজোন চালু করার দাবি জানিয়েছেন। যার প্রতিবাদ করেছেন পুতিন।
'স্ত্রী ইউক্রেনিয়ান, সরকারি ব্যবস্থায় তাঁকে প্লেনে নেওয়া যাবে না', চাঞ্চল্যকর অভিযোগ
রুশ সেনাকে হুমকি শিশু হত্যা নিয়ে, স্বামীর পাশে দাঁড়িয়ে সুর চড়ালেন জেলেনস্কি ঘরনী
ভোটের উত্তর প্রদেশে নৃশংস খুন, বাবাকে কম্বলে মুড়ে আগুন লাগিয়ে দিল ছেলে