সংক্ষিপ্ত
শুক্রবার 'আরোগ্য বন'এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী
গুজরাতের নর্মদা জেলায় ১৭ একর জমির গড়ে উঠেছে এই পর্যটন কেন্দ্র
মূলত ভেষজ গাছপালার এক বিশাল বাগান এটি
জানেন এই বনে কী কী আকর্ষণীয় বৈশিষ্ট রয়েছে
শুক্রবার গুজরাতের নর্মদা জেলায় 'আরোগ্য বন'এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৭ একর জমির উপর গড়ে ওঠা এই ভেষজ গাছপালার বাগানটি, স্ট্যাচু অব ইউনিটির একেবারে কাছেই তৈরি করা হয়েছে। এই উদ্যানে বিভিন্ন আয়ুর্বেদিক গাছ-গাছরা এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় পরিবেশ গড়ে তোলা হয়েছে। এই উদ্যানে শুধু যে আয়ুর্বেদকে উৎসাহ দেওয়া হয়, তাই নয়, ধ্যান, যোগ ব্যায়াম-এর মতো সুস্থ জীবন চর্চার আরও অন্যান্য বিষয়েও জোর দেওয়া হবে। উদ্বোধনের পর প্রধানমন্ত্রীকে উদ্যানের ভ্রমণ করতেও দেখা গিয়েছে।
এক নজরে দেখে নেওয়া যাক আরোগ্য বনের কী কী আকর্ষণীয় বৈশিষ্ট রয়েছে -
- আরোগ্য বনের প্রবেশ দ্বারেই সূর্য নমস্কারের ১২টি ভঙ্গি তুলে ধরা হয়েছে।
- উদ্যানের মধ্যেই থাকছে একটি ডিজিটাল তথ্যকেন্দ্র। সেখানে থেকে ভ্রমণার্থীরা আমাদের বিভিন্ন আয়ুর্বেদিক গাছ-গাছরার ঐতিহ্য ও দৈনন্দিন জীবনে তাদের গুরুত্ব সম্পর্কে জানতে পারবেন।
- তবে আরোগ্য বনের সবচেয়ে বড় আকর্ষণ হল 'ওষুধ মানব'। এটি একটি বিশালাকার মানব দেহের ত্রিমাত্রিক মূর্তি। বিশ্রামের ভঙ্গীতে থাকা ওই মানব-মূর্তির প্রতিটি অঙ্গে একটি করে ঔষধি গাছ লাগানো হয়েছে। ওই নির্দিষ্ট ঔষধি গাছ ওই নির্জদিষ্ট অঙ্গের জন্য উপকারী।
- আরোগ্য বনের মধ্যে ৫টি আলাদা আলাদা বাগান রয়েছে - রঙের বাগান, গন্ধের বাগান, যোগা উদ্যান, আলবা বাগান ও লিউটিয়া বাগান।