সংক্ষিপ্ত
- কর্নাটকে কংগ্রেস-জেডিএস সরকারের পতন হয়েছে
- এতে হার হয়েছে রাজনৈতিক নৈতিকতা ও মূল্যবোধের বলে দাবি কংগ্রেসের
- এর দেশ জুড়ে প্রতিবাদ হবে বলে জানিয়েছেন কেসি বেনুগোপাল
- তাঁর অভিযোগ সরকার ফেলতে চক্রামন্তে সামিল কেন্দ্রীয় সরকার ও রাজ্যপাল
কর্নাটক বিধানসভায় আস্থা ভোটে হেরে পতন হয়েছে কংগ্রেস-জেডিএস জোট সরকারের। তারপরেও কর্নাটকের কংগ্রেসের মুখ কেসি বেনুগোপাল বলছেন নৈতিক জয় হয়েছে তাদেরই। কর্নাটকের এই পালা বদলকে তিনি বিজেপির নির্লজ্জ ঘোড়া কেনা বেচা হিসেবেই দেখছেন। আর এই নির্লজ্জ রাজনৈতিক আচরণের প্রতিবাদ কংগ্রেস সারা দেশ জুড়ে করবে বলে জানালেন তিনি।
তাঁর মতে এইরকম জঘন্য রাজনৈতিক চক্রান্ত দেশে আর কোথাও আগে দেখা যায়নি। যে চক্রান্তে কেন্দ্রীয় সরকার ও রাজ্যের রাজ্যপাল সরাসরি জড়িত বলে তিনি অভিযোগ করেছেন। সেই সঙ্গে তাঁর দাবি, এই 'ঘোড়া কেনা বেচায়' কংগ্রেস-জেডিএস নয়, হার হয়েছে রাজনৈতিক নৈতিকতা ও মূল্যবোধের।
তাঁর আরও অভিযোগ, বিধায়ক ভাঙাতে বিজেপি প্রচুর পরিমানে কালো টাকা ও মন্ত্রীত্বের টোপ ব্যবহার করেছেন। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, আয়কর বিভাগের মতো কেন্দ্রীয় সংস্থাকে অনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। তাঁর দাবি বিধানসভার মধ্য়েই 'বিদ্রোহী' বিধায়কদের বিজেপির অর্থের টোপ দেওয়ার ভিডিও দেখানো হয়েছে। কাজেই নৈতিক জয় তাঁদেরই হয়েছে।